অনার্স দ্বিতীয় বর্ষ মধ্যযুগের কবিতা পরীক্ষার সাজেশন্স – ২০২২-অনুষ্ঠিত হবে ২০২৩
অনার্স দ্বিতীয় বর্ষ (মধ্যযুগের কবিতা সাজেশন্স) পরীক্ষা – ২০২২ (অনুষ্ঠিত হবে ২০২৩)
বাংলা সাজেশন্স
বিষয়- মধ্যযুগের কবিতা
বিষয় কোড- ২২১০০৩
সংক্ষিপ্ত প্রশ্ন:
১. কালকেতুর ধন প্রাপ্তির বিবরণ দাও।
২. সংক্ষেপে ভাঁডুদত্তের পরিচয় দাও।
৩. কালকেতুর বিবাহের বর্ণনা দাও।
৪. সোনারূপা নহে বাপা এ বেঙ্গা পিতল- ব্যাখ্যা কর।
৫. কালকেতুর পরিচয় দাও।
৬. বিধাতা করিল মােরে দরিদ্রের কান্তা/ চারি প্রহর করি সেই উদারের চিন্তা।- কে, কোন প্রেক্ষাপটে বলেছে?
৭. পিপিড়ার পাখাউড়ে মরিবার তরে, কাহার ঘােড়শী কন্যা আনিয়াছাে ঘরে- ব্যাখ্যা কর।
৮. শ্বশুর ননদী নাহি, নাহি তাের সতা কার সঙ্গে দ্বন্দ্ব করহি চক্ষু কৈলি রতা।- ব্যাখ্যা কর।
৯. নগর পুড়িলে দেবালয় কি এড়াই- ব্যাখ্যা কর।
১০. আছিলাম একাকিনী বসিয়া কাননে/ আনিয়াছে তোর স্বামী বানিধ নিজগুণে- ব্যাখ্যা কর।
১১. মানসিংহ বাংলায় এসেছিল কেনাে?
১২. অতিবড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপূণ- ব্যাখ্যা কর।
১৩. দেবী কীভাবে নিজের পরিচয় দিয়ে ভবানন্দের বাড়িতে যায়?
১৪. সাধী – মাধীর পরিচয় দাও।
১৫. দাসু-বাসু কে ?তাদের পরিচয় দাও।
১৬. সোনার সেঁউতি দেখি পাটুনীর ভয়/ এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়- ব্যাখ্যা কর ?
১৭. নজদ বনে লায়লী মজনুর মধ্যে কী কথা হয়?
১৮. কয়েস চরিত্রের শিশু কালের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৯. লায়লী মজনুর প্রথম পরিচয়ের বর্ণনা দাও।
২০. লায়লী মজনুর পূর্বরাগের বর্ণনা দাও।
২১. যাবৎ জীবন প্রেম না করিমু ভঙ্গ- ব্যাখ্যা কর।
২২. চৌতিশা কী? অঅলোচনা কর।
২৩. মজনু কী কৌশলে লায়লীর সাথে দেখা করে।
২৪. কণ্ঠ শুকাইল মোর পয়োনিধি কূলে- ব্যাখ্যা কর।
২৫. তোর লাগি জন্মিছিল জগত মাঝার- কে, কার সম্পর্কে কেন উক্তিটি করেছে?
২৬. পদ্মাবতী কাব্যে সুখ পাখির ভূমিকা বর্ণনা কর।
২৭. রোম্যান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে?
২৮. তাম্বুল রাতুল হইল অধর পরশে-ব্যাখ্যা কর।
২৯. পন্ডিত হইয়া কেহ গর্ব না করিও? আপনারে সব হইতে হীন আকলিও। ব্যাখ্যা কর।
৩০. পড়শী হৈলে শত্রু হইলে গৃহে শুখ নাই/ নৃপতি হৈলে ক্রোধ দেশেতে নাই ঠাই। ব্যাখ্যা কর।
৩১. জল বিনু মীন যেন ছটফট করে- ব্যাখ্যা কর।
৩২.নাগমতি কে?
৩৩. চিতোরের শেষ পরিণতি কী হয়েছিল?
রচনামূলক প্রশ্ন:
১. ‘মুকন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন’-ব্যাখ্যা কর।
২. “মুকুন্দরাম চক্রবর্তী’ বাঙালি সমাজ জীবনের চিত্র অঙ্কন করেছেন -বিশ্লেষণ কর।
৩. ফুল্লরার বারমাস্যার বর্ণনা দাও।
৪. মুকুন্দরাম চক্রবর্তীর মত বাস্তবধর্মী জীবনবাদী কবি আর জন্মগ্রহণ করেনি- ব্যাখ্যা কর।
৫. কালকেতু চরিত্র বিশ্লেষণ কর।
৬. ‘মানসিংহ ভবানন্দ’ উপাখ্যানের ঐতিহাসিকতা বিচার কর।
৭. ‘ভারতচন্দ্রের রচনায় আঠারো শতকের রস, রুচি ও জীবনবোধে আঠারো শতকের সামাজিক অবক্ষয়ের চিহ্নপ্রকাশ পেয়েছে- ব্যাখ্যা কর।
৮. মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যান অবলম্বনে ভারতচন্দ্রের শিল্প সফলতার পরিচয় দাও।
৯. উচ্চবর্ণ অপেক্ষা নিম্ন বর্ণ চরিত্র নির্মাণে ভারতচন্দ্রের সফলতার পরিচয় দাও
১০. মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যানে ভারতচন্দ্র রায গুণাকরের ভাষা ছন্দ ও অলঙ্কারের পরিচয় দও।
১১. লায়লী মজনু কাব্যে প্রতিফলিত সমাজচিত্র ও সংস্কৃতি আলােচনা কর।
১২. লায়লী মজনু কাব্য কেনো রোমান্স কাব্য তা আলোচনা কর।
১৩. রোম্যান্টিক প্রণয়োপাধ্যান হিসেবে লায়লী মজনু কাব্যের সার্থকতা বিচার কর।
১৪. লায়লী মজনুর কোন দিক থেকে ট্র্যাজেডি- আলোচনা কর।
১৫. লায়লী মজনু কাব্যেরে প্রেম লৌকিক নয়, অধ্যাত্ম প্রেমের রূপক- আলোচনা কর।
১৬. পদ্মাবতী কাব্যে সুখ পাখির ভূমিকা আলোচনা কর।
১৭. পদ্মাবতী মূলত মানব প্রেমের কাব্য- ব্যাখ্যা কর।
১৮. পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহলদ্বীপের বর্ণনা দাও।
১৯. পদ্মাবতী কাব্যর আলোকে বাঙালি সংস্কৃতির বর্ণনা দাও।
২০. ‘নাগমতি চরিত্র ট্র্যাজেডিতে আচ্ছন্ন’- আলোচনা কর।