এসএসসি পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট- এর নামের বানান সংশোধনীর জন্য আবেদন।
তারিখ : ১১- ০১- ২০২১
বরাবর
চেয়ারম্যান
যশোর শিক্ষা বোর্ড যশোর
বিষয়- এসএসসি পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট- এর নামের বানান সংশোধনী প্রসঙ্গে।
জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ জাহিদুল ইসলাম যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ একজন ছাত্র। আমার স্কুলের নাম সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়। আমার এসএসসি পরীক্ষার রোল নম্বর- ৭৪৫৬৩৬ ,রেজিষ্ট্রেশন নম্বর- ৯৯৩৭৩৬৬৬২৫ এবং শিক্ষাবর্ষ- ২০১৭-১৮। আমার এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট এ নামের বানান মোঃ জাহিদুল ইসলাম এর স্থলে মোঃ জাহিদুল লেখা হয়েছে।
মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট এ নামের বানান সংশোধনী করলে আমি আপনার নিকট মর্জি থাকবো।
বিনীত নিবেদক
মোঃ জাহিদুল ইসলাম
এসএসসি রোল- ৭৪৫৬৩৬
রোজিষ্ট্রেশন নম্বর- ৯৯৩৭৩৬৬৬২৫
শিক্ষাবর্ষ- ২০১৭-১৮
সংযুক্তি:
১. জেএসসি পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি – ১ সেট।
২. জন্মনিবন্ধন এর সত্যায়িত কপি – ১ সেট।
thanks for your information
Welcome