আমাদের সম্পর্কে
বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা। বাংলা ভাষাভাষীর দিক থেকে এই ভাষাতে প্রায় ৩০ কোটি মানুষ কথা বলে। বাংলা ভাষায় শ্রী বৃদ্ধির জন্য বিশ শতকের শুরুর কাল থেকে বাংলা ভাষারীতি ব্যাকরণ রচনা এবং এ বিষয়ে গবেষণার কথা বলেছিলেন রামসুন্দর ত্রিবেদী, রবীন্দ্রনাথ ঠাকুর সহ প্রমুখ। সময়ের বিবর্তনে রচিত হয়েছে বাংলা ব্যাকরণ যা বাংলা ভাষার শৃঙ্খলা রক্ষা করে চলেছে।বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলা বিষয় সম্পর্কে সম্যক ধারণা একান্ত প্রয়োজন। সেই বিষয়টি বিবেচনা করে আমাদের এই প্রয়াস।
বাংলা ভাষার বিচিত্র দিক বিশেষত ব্যাকরণ ও লিখিত বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণার মধ্য দিয়ে আমরা যেমন জ্ঞান লাভ করতে পারি তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও ভালো করতে পারি। ব্যাকরণের উৎপত্তি ঘটেছিল ভাষার কোন শব্দটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ তা নির্দেশ করার জন্য। তাই শুদ্ধ বাংলা ভাষা শেখার উদ্দেশ্যে বাংলা ব্যাকরণের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নিয়ে আমাদের আলোচনা রয়েছে। ব্যাকরণ অংশে-বিশেষ করে ধ্বনি পরিবর্তন, সমাস ,সন্ধি, কারক ,বিভক্তি সহ ব্যাকরণিক জটিল বিষয়কে খুব সহজে বোঝার মতো করে উপস্থাপন করা হয়েছে যা পাঠকে জ্ঞানলাভে সহায়তা করবে।
উচ্চ শিক্ষা লাভের সুযোগ এবং সরকারি, বেসরকারি চাকরির পরীক্ষাতে ভালো ফল করতে হলে বাংলা ব্যাকরণ লিখিত অংশে ভালো করা একান্তভাবে প্রয়োজন। এই বিষয়টিকে বিবেচনা করে আমরা আমাদের বিষয়বস্তু সাজিয়েছি। লিখিত অংশে ভাবসম্প্রসারণ,প্রবন্ধ রচনা,পএ লিখন,পারিভাষিক শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, বিপরীত শব্দ, সমর্থক শব্দ সহ বিচিত্র বিষয়কে গুরুত্বদিয়ে পাঠকপ্রিয় ভাবে আলোচনা করা হয়েছে।
সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মূল কোর্সসমূহের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সে সম্পর্কে ধারণা প্রদান করার চেষ্টা থাকবে যা শিক্ষার্থীদের জ্ঞান লাভ ও ভালো ফলের সহায়ক হবে।
শুধুমাত্র বিষয়ভিত্তিক আলোচনা মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকছি না। বিষয় সম্পর্কে ধারণা লাভের পর সেটি চূড়ান্ত পরীক্ষার আলোকে অনুশীলনীর ব্যবস্থা রয়েছে। যা একজন পাঠক বা শিক্ষার্থীকে নিজের জ্ঞান সম্পর্কে ধারণা দিতে সমর্থ হবে। অনুশীলনী শেষে ভুল এবং শুদ্ধ উত্তর বাছাই করে শুদ্ধ উত্তরের পক্ষে ব্যাখ্যা থাকবে যা শিক্ষার্থীর জ্ঞানকে সমৃদ্ধ করবে একই সঙ্গে চূড়ান্ত পরীক্ষাতে ভালো ফলের সহায়ক হবে। সর্বোপরি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলা বিষয় সম্পর্কে সার্বিক জ্ঞান পরিবেশন আমাদের একমাত্র লক্ষ্য।