ছাড়পত্রের জন্য আবেদন।
তারিখ : ১১- ০১- ২০২১
বরাবর
অধ্যক্ষ
খুলনা মডেল কলেজ
খুলনা।
বিষয়- ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব
সবিনয় নিবেদন এই যে,আমি আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির নিয়মিত ছাত্র। আমার পিতা একজন ব্যাংক কর্মকর্তা।সম্প্রতি তিনি খুলনা হতে কুষ্টিয়া বদলী হয়েছেন।কিছুদিনের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে কুষ্টিয়া চলে যেতে হবে।সুতরাং অত্র প্রতিষ্ঠানে আমার লেখাপড়া চালানো অসম্ভব হয়ে পড়েছে।
অতএব, অনুগ্রহপূর্বক আপনি আমাকে ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করে লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা করলে আমি আপনার নিকট মর্জি থাকব।
বিনীত নিবেদক
রাহুল সেন
দ্বাদশ শ্রেণি
ব্যবসায় শিক্ষা বিভাগ
শ্রেণী রোল নং- ৩২