অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা কবিতা-২ সাজেশন্স- ২০২২ ( অনুষ্ঠিত হবে ২০২৪)
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা – ২০২২ ( অনুষ্ঠিত হবে ২০২৪)
বাংলা কবিতা-২ সাজেশন্স
বিষয়- বাংলা কবিতা-২
বিষয় কোড- ২২১০০৫
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. পরদোষে কে চাহে মজিতে- বিভীষণ কেন এ কথা বলেছে?
২. মেঘনাদ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩. রাবণ / বিভীষণ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪. কি সুন্দর মালা আজি পরিয়াছো গলে- কে, কার সম্পর্কে বলেছে ?
৫. মেঘনাদের মৃত্যুর সংবাদ শুনে রাবণের প্রতিক্রিয়া কেমন ছিল?
৬. রাণের পরাজয়ের পেছনে বিভীষণের ভূমিকা আলোচনা কর।
৭. রাবণ শ্বশুর মম,মেঘনাদ স্বামী,আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে- ব্যাখ্যা কর।
৮. লক্ষণ কীভাবে মেঘনাদকে হত্যা করার অস্ত্র লাভ করেছিল?
৯. প্রমীলার সহমরণ যাত্রার বর্ণনা দাও।
১০. একপুত্র শােকে তুমি আকুল,ললনে,/শত পুত্রশােকে বুক আমার ফাটিয়াছে দিবানিশি ।-ব্যাখ্যা কর।
১১. গতি যার নিচ সহ,নীচ তার দুর্মতি- ব্যাখ্যা কর।
১২. রাবণ কেন সীতাকে হরণ করে?
১৩. গুণবান যদি পরজন,গুণহীন ম্বজন তথাপি, নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পর পর সদা।- ব্যাখ্যা কর।
১৪. একাকিনী শােকাকুলা ,অশােক কাননে, কাঁদেন রাঘব বাঞ্ছা আধার কুটিরে- ব্যাখ্যা কর।
১৫. বর্ষাযাপন কবিতার মূলভাব লিখ।
১৬. সোনার তরী কবিতার রূপক অর্থ আলোচনা কর।
১৭. ঠাঁই নাই, ঠাঁই নাই ছােট সে তরী আমারি সােনার ধানে গিয়েছে ভরি। – ব্যাখ্যা কর।
১৮. ‘হিং টিং ছট’’ কবিতার মুলভাব লেখ।
১৯. ‘দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা’- আলোচনা কর।
২০. দুঃসময় কবিতার মূলভাব লেখ।
২১. পরশ পাথর কবিতার মূলভাব লেখ।
২২. কল্পনা কাব্যের ‘মদন ভষ্মের পূর্বে’’ কবিতার মূলভাব লিখ।
২৩. ‘যাহা ছিল নিয়ে গেল সোনার তর ‘- ব্যাখ্যা কর।
২৪. জুতা- আবিষ্কার কবিতার মূলভাব লেখ।
২৫. কল্পনা কাব্য কবি জীবনের পালাবদলের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৬. কল্পনা কাব্যে ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে- সংক্ষেপে আলোচনা কর।
২৭. বৈশাখ’ কবিতার মূলভাব লিখ।
২৮. ক্ষণিকা কাব্যের মূলসুর কী?
২৯. জন্মান্তর কবিতায় কবির পরজন্মে কী প্রত্যাশা ব্যক্ত করেছেন?
৩০. উদ্বোধন কবিতায় কবির কোন প্রত্যাশা ব্যক্ত হয়েছে?
৩১. ক্ষণিকা কাব্যের কল্যাণী কবিতা আলােচনা কর।
৩২. আর্বিভাব কবিতার মূলভাব লেখ।
৩৩. ক্ষণিকা কাব্যে কবি অতিতের চেয়ে বর্তমানকে কিভাবে প্রাধান্য দিয়েছেন?
৩৪.ক্ষণিকা কাব্যে কবি তাপস হাওয়ার জন্য কী কী শর্তারোপ করেছেন?
রচনামূলক প্রশ্ন :
১. মেঘনাদবধ কাব্য অবলম্বনে মধুসূদনের কবি মানস আলােচনা কর।
২. মেঘনাদবধ কাব্যের নায়ক কে? তোমার মত বিশ্লেষণ কর।
৩. মেঘনাদ বধ কাব্যের রস বিচার কর।
৪. বাংলার নব জাগরণের কবি মধুসূদন-মেঘনাদ বধ কাব্যের আলোকে ব্যাখ্যা কর।
৫. ট্রাজেডি হিসেবে মেঘনাদবধ কাব্যের সার্থকতা বিচার কর।
৬. ‘সােনার তরী” কাব্যের শিল্পমূল্য আলোচনা কর।
৭.‘সােনার তরী” কাব্য অবলম্বনে কবির কালচেতনা ও মর্তপ্রীতির পরিচয় দাও।
৮. ‘সােনার তরী’ কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম ও সৌন্দর্য চেতনার পরিচয় দাও।
৯. ‘সােনার তরী’ কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর।
৯. ‘যেত নাহি দিব’ কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১০. ‘সােনার তরী’ কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১১. ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১২. ‘কল্পনা’ কাব্যে কবি জীবনের পালাবদলের যে পরিচয় পাওয়া যায় তা আলােচনা কর।
১৩. ‘কল্পনা’ কাব্য মূলত অতীতের সাথে বর্তমানের মিলবন্ধন- ব্যাখ্যা কর।
১৪. কল্পনা কাব্যে ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে আলোচনা কর।
১৪. ‘দুঃসময়’ কবিতার মূলভাব লেখ।
১৫. ‘স্বপ্ন’ কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১৬. ‘ভ্রষ্টলগ্ন’ কবিতার বিষয়বস্তু আলােচনা কর।
১৭.‘রবীন্দ্রনাথের ক্ষণিকা কাব্য আধ্যাত্মিক সত্তার স্বরূপ’ ব্যাখ্যা কর।
১৮. ক্ষণিকা কাব্যের নামকরণের সার্থকতা বিচার কর।
১৯. ক্ষণিকা কাব্য ভোগের জীবন থেকে ত্যাগের জীবনে প্রবেশ করেছে- ব্যাখ্যা কর।