তোমার কলেজে ১ লা বৈশাখ, ১৪২৭ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কার্যবিবরণী রচনা কর
নােটিশ / বিজ্ঞপ্তি নং – ০১
এতদ্দ্বারা সকলকে জানানাে যাচ্ছে যে, ১ লা বৈশাখ ১৪২৭ উদযাপন উপলক্ষে আগামী ১০/০৪/২০২১ তারিখ, সকাল ১০.০০ ঘটিক, রোজ সোমবার ,কলেজ মিলনায়তনে এক জরুরী সভার আহ্বান করা হয়েছে। উক্ত সভায়, যথাসময়ে উপস্থিত থেকে সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখার জন্যে সকলকে অনুরােধ করা হল।
আলােচ্যসূচি :
১। অনুষ্ঠান সূচি তৈরি।
২। অতিথি নির্বাচন।
৩। অনুষ্ঠানের শৃঙ্খলারক্ষণ।
৪। বিবিধ।
স্বাক্ষর
সভাপতি
স্থান : কলেজের শিক্ষক মিলনায়তন
তারিখ : ১০/০৪/২০২১ খ্রি.
সময় : সকাল ১১ ঘটিকা
উপস্থিত সদস্যগণের নাম, পদবী ও স্বাক্ষর
ক্রমিক | নাম | পদবি | স্বাক্ষর |
১ | আব্দুস সোবহান | সভাপতি | সোবহান |
২ | ইলিয়াস শেখ | সহ সভাপতি | ইলিয়াস |
৩ | সুজন মন্ডল | সাধারণ সম্পাদক | সুজন |
৪ | লিয়াকত আলী | কোষাধ্যক্ষ | লিয়াকত |
৫ | সবুর হোসেন | সদস্য | সবুর |
৬ | সোহেল রহমান | সদস্য | সোহেল |
গত ০৭/০৪/২০২১ ইং তারিখ কলেজের সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির সভাপতি কলেজের শিক্ষক পরিষদের এক জরুরী সভা আহ্বান করেন । উক্ত সভায় আসন্ন ১ লা বৈশাখ ১৪২৭ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে আলোচনা হয়। উপস্থিত সদস্যগণের আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় :
১. ১ লা বৈশাখ ১৪২৭ উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে সকাল দশটায় কলেজ থেকে আনন্দ র্যালি বের হবে। র্যালি পরবর্তীতে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বৈশাখের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটিকা অনুষ্ঠিত হবে। বিকলের অংশে কলেজ চত্ত্বরে লোকজ মেলার আয়োজন করা হবে। পুতুল নাচ, বাইস্কোপ এবং ছোট পরিসরে বইমেলার আয়োজন করা হবে।
২. সকালের অংশে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. আনিসুর রহমান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেখা রানি । বিকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতথাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক জনাব সনজিদা খাতুন এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. আনিসুর রহমান।
৩. সার্বিক অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার জন্য কলেজের বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর সদস্যরা নিয়োজিত থাকবে।
৪. শহরের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করার করার জন্য আমন্ত্রণপত্র দেওয়া হবে। র্যালি শেষে কলেজ ফিরে এসে সকলের জন্য খাবারের ব্যবস্থা থাকবে ।
অতঃপর আর কোনো আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।
স্বাক্ষর
সভাপতি
Pingback: বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা সাজেসন্স | Cholo Shekhe