বিনা বেতনে অধ্যায়নের জন্য আবেদন।

Spread the love

বিনা বেতনে অধ্যায়নের জন্য অনুমতি প্রদানের জন্য আবেদন।

তারিখ : ১১- ০১- ২০২১
বরাবর
অধ্যক্ষ
খুলনা মডেল কলেজ
খুলনা।

বিষয়- বিনা বেতনে অধ্যায়নের জন্য অনুমতি প্রদান প্রসঙ্গে।

জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমাদের ৭ (সাত) সদস্যের পরিবারের পিতা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।আমার পিতা দৈনিক মজুরী ভিত্তিতে একটি দোকানের বিক্রয় কর্মীর কাজ করেন। আমার পরিবারের আমি সহ তিন ভাই বোন বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত। কিন্তু আমার বাবার স্বল্প আয়ে দুর্মূল্যের বাজারে সংসার চালিয়ে লেখাপড়ার খরচ দেওয়া অত্যন্ত দুঃসাধ্য।

অতএব, আকুল আবেদন এই যে, মানবিক বিবেচনায় আমাকে অত্র প্রতিষ্ঠানে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ দান করে আমার উচ্চতর শিক্ষা লাভের পথ সুগম করলে চির কৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র
রাসেল আহমদ
শ্রেণি- একাদশ
শ্রেণী রোল নং- ৩
বিভাগ- বিজ্ঞান

আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম জানতে এই লিংকে ক্লিক করুন

1 thought on “বিনা বেতনে অধ্যায়নের জন্য আবেদন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top