বেসরকারি স্কুল/কলেজে সহকারী শিক্ষক বা প্রভাষক পদে নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন।
তারিখ: ০১/১০/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
খুলনা ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ
খানজাহান আলী, খুলনা।
বিষয়: নিয়োগপত্র প্রদান প্রসঙ্গে।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর স্মারক নং ৩৭.০৫.০০০০.০১১.২৭.০০২.২০২২-৩৪৮ তারিখ: ২০ সেপ্টেম্বর,২০২৩ (৫ আশ্বিন,১৪৩০ বঙ্গাব্দ) প্রকাশিত পত্রে ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় সহকারী শিক্ষক (বাংলা) পদে আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হই। এমতাবস্থায় আপনার বিদ্যালয়ে সহকারী শিক্ষক/ প্রভাষক (বাংলা) পদে নিয়োগ লাভের জন্য নিয়োগ পত্র প্রাপ্তির প্রার্থনা জানাচ্ছি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন আপনার বিদ্যালয়ে সহকারী শিক্ষক/ প্রভাষক (বাংলা) পদে নিয়োগ লাভের জন্য নিয়োগ পত্র প্রদানে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক
ক
পিতা:
মাতা:
বর্তমান ও স্থায়ী ঠিকানা:গ্রাম+পোস্ট+উপজেলা -দিঘলিয়া
জেলা-খুলনা।
নিবন্ধন রোল নং: ৩০১……..
ব্যাচ: ১২
মোবা: ০১৯৩………
সংযুক্তি:
১. NTRCA এর সুপারিশপত্রের অনুলিপি।
২. NTRCA এর অনলাইন আবেদনর অনুলিপি।
৩. সকল শিক্ষাগত সনদের সত্যায়িত অনুলিপি।
৪. নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
৫. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি।
৬. পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত রঙিন ছবি।