ভাবসম্প্রসারণ
পাড়লে বই আলোকিত হই
না পড়িলে বই অন্ধকারে রই।’
মূলভাব :
মানবজীবনে জ্ঞানের পিপাসা মেটায় বই। মানবসভ্যতা বিকাশে বইয়ের গুরুত্ব অপরিসীম। মানুষের অদম্য কৌতূহল মেটাতে বইয়ের বিকল্প নেই।
সম্প্রসারিত ভাব :
মানুষের জীবনে অনেক কিছুই আছে প্রয়োজনীয়। এগুলো আবার বিভিন্ন কাজে লাগে। তার মধ্যে বই অন্যতম। কেননা, বই জ্ঞানের ভাণ্ডার। আর জ্ঞান আহরণের জন্য বই অত্যাবশ্যক জিনিস। বই মানুষকে আলোকিত করে মনের অন্ধকার দূর করে। পৃথিবীতে মানুষ খুব অল্প সময় বাঁচে। এই সীমিত সময়ে মানুষকে অনেক কিছু জানতে ও শিখতে হয়। ছোট্ট এই জীবনে সবকিছু দেখে বা শুনে শেখা সম্ভব হয় না। এজন্য আমাদের বইয়ের দারস্থ হতে হয়। বই পড়ার মাধ্যমে আমরা অচেনাকে চিনতে এবং অজানাকে জানতে পারি। তাছাড়া বই পাঠজাত উপলব্ধি থেকে মানুষ ভালো-মন্দের বিচার করতে শেখে। বই মানুষের অন্তর্লোককে জ্ঞানের আলোয় আলোকিত করে। যে আলো মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষ তার লব্ধ জ্ঞান দ্বারা সভ্যতার বিকাশ ঘটায়। বই মানুষের একাকিত্ব দূর করে। কারণ বই পাঠ করে মানুষ জ্ঞান লাভের পাশাপাশি আনন্দও লাভ করে । তাছাড়া বই মানুষের মনের সংকীর্ণতা, স্থূলতা ও কুসংস্কার দূর করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে । তাই জাতিকে উন্নত করতে সকলেরই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি জাতি কতটা উন্নত তা তাদের লাইব্রেরির দিকে নজর দিলেই অনুধাবন করা যায়। কারণ লাইব্রেরিতে জ্ঞানের চর্চা হয়। একটি জাতির ভিত শক্তিশালী হয় জাতির জ্ঞানচর্চার মধ্য দিয়ে। জ্ঞান চর্চার মাধ্যমে একটি ন্ধকারাচ্ছন্ন জাতি আলোর পথে ধাবিত হয়।
মস্তব্য :
মানুষ তখনই আলোকিত মানুষ হতে পারে যখন মানুষ বই পড়ে। বই না পড়লে অজ্ঞতার অন্ধকারে মানুষ নিমজ্জিত হয়। তাই মরা বলি বই পড়ি, আলোকিত জীবন গড়ি।