মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।
তারিখ- ১০/১১/২০১৯
বরাবর
মহাপরিচালক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
ঢাকা।
বিষয়- মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০৩ নভেম্বর ২০১৯ তারিখে ‘দৈনিক সমকাল’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করলাম।
নাম : ক
পিতার নাম : খ
মাতার নাম : গ
স্থায়ী ঠিকানা : গ্রাম- ই , পোস্ট- উ, উপজেলা- অ, জেলা – আ
বর্তমান ঠিকানা : ১২ ,বাঘা যতিন সড়ক, ঝিনাইদহ।
জন্মতারিখ : ১০ জানুয়ারি ১৯৯৩ খ্রি.।
জাতীয়তা : বাংলাদেশী
ধর্ম : ইসলাম
ই-মেইল : gagssss@gmail.com
বয়স : ২৭ বছর ১১ মাস ১ দিন।
বৈবাহিক অবস্থা : বিবাহিত
মোবাইল নম্বর : ০১৯১০০০০০০০
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | পাশের সন | বিভাগ/ বিষয় | ফলাফল | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড/ বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০০৭ | মানবিক | এ ( ৪.০০) | বি কে বি মাধ্যমিক বিদ্যালয় | যশোর বোর্ড |
এইচএসসি | ২০০৯ | মানবিক | এ (৪.২৫) | ঝিনাইদহ মডেল কলেজ | যশোর বোর্ড |
বিএ (সম্মান) | ২০১৩ | বাংলা | ৩.০০ | সরকারি কেসি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
এমএ | ২০১৪ | বাংলা | ৩.১৫ | সরকারি কেসি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অভিজ্ঞতা: একটি বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে শিক্ষাগতার এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা পূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমি আমার মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষকতার মহান দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব ।
বিনীত নিবেদক
ক
( স্বাক্ষর দিতে হবে)
সংযুক্তি
১. পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি -১ সেট।
২. চারিত্রিক সনদপত্র, প্রশংসাপত্র ও নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপি- ১ সেট।
৩. অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
৪. সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি- ৩ কপি।
৫. ব্যাংক ড্রাফট।
Nice