মার্কেটিং অফিসার পদে নিয়োগের জন্য আবেদন
চাকরির আবেদনপত্র
কোন শিল্প প্রতিষ্ঠান/ বেসরকারী প্রতিষ্ঠানে জুনিয়র অফিসার পদে/ ম্যানেজার/ হিসাব রক্ষক/ বিপণন কর্মকর্তা/ অফিস সহকারি/ কম্পিউটার অপারেটর/ স্টোর কিপার/মার্কেটিং অফিসার পদের জন্য তোমার যোগ্যতার বিবরণ দিয়ে একটি দরখাস্ত লিখ।
তারিখ : ১০/১১/২০২০
বরাবর
মহা ব্যবস্থাপক
আর. এ. কে. সিরামিক কোম্পানি লিমিটেড
উত্তরা ,ঢাকা।
বিষয়- মার্কেটিং অফিসার পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০৩ নভেম্বর ২০২০ তারিখে ‘ দৈনিক সমকাল’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে মার্কেটিং অফিসার পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করলাম।
নাম : ক
পিতার নাম : খ
মাতার নাম : গ
স্থায়ী ঠিকানা : গ্রাম- ই , পোস্ট- উ, উপজেলা- অ, জেলা – আ
বর্তমান ঠিকানা : ১২ ,বাঘা যতিন সড়ক, ঝিনাইদহ।
জন্মতারিখ : ১০ জানুয়ারি ১৯৯৪ খ্রি.।
জাতীয়তা : বাংলাদেশী
ধর্ম : ইসলাম
ই-মেইল : [email protected]
বয়স : ২৬ বছর ১১ মাস ১ দিন।
বৈবাহিক অবস্থা : বিবাহিত
মোবাইল নম্বর : ০১৯১০০০০০০০
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | পাশের সন | বিভাগ/ বিষয় | ফলাফল | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড/ বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০০৮ | ব্যবসায় শিক্ষা | এ ( ৪.০০) | বি কে বি মাধ্যমিক বিদ্যালয় | যশোর বোর্ড |
এসএসসি | ২০১০ | ব্যবসায় শিক্ষা | এ (৪.২৫) | ঝিনাইদহ মডেল কলেজ | যশোর বোর্ড |
বিবিএ | ২০১৪ | মার্কেটিং | ৩.০০ | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
এমবি | ২০১৫ | মার্কেটিং | ৩.১৫ | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
অভিজ্ঞতা: নাভানা কোম্পানিতে মার্কেটিং অফিসার/ কম্পিউটার অপারেটর/ অফিস সহকারি/ স্টোর কিপার হিসেবে গত এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা পূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমি আমার মেধা, শ্রম ও দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকব ।
বিনীত নিবেদক
ক
( স্বাক্ষর দিতে হবে)
সংযুক্তি
১. পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি -১ সেট।
২. চারিত্রিক সনদপত্র, প্রশংসাপত্র ও নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপি- ১ সেট।
৩. অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
৪. সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি- ৩ কপি।
৫. ব্যাংক ড্রাফট।