শিক্ষাই জাতির মেরুদণ্ড।

Spread the love

শিক্ষাই জাতির মেরুদণ্ড। 

শিক্ষাই জাতির মেরুদণ্ড। 

অথবা, শিক্ষাই জাতির উন্নতির পূর্বশর্ত।

মূলভাব:  শিক্ষা ব্যতীত কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। প্রতিটি জাতিকে উন্নতির চরম সীমায় পৌছাতে হলে শিক্ষার বিকল্প নেই।

ভাব-সম্প্রসারণ : মেরুদণ্ডী প্রাণীর প্রধান অবলম্বন তার মেরুদণ্ড। মানুষ মেরুদণ্ড ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না, সাচ্ছন্দে চলতে ফিরতে পারে না, পারে না কোন কাজে শক্তি প্রয়োগ করতে। জড় পদার্থের মতো মানুষ তখন নির্জীব নিস্তেজ হয়ে পড়ে। দেশ ও দশের সেবা করা দূরে থাক, নিজেকে অন্যের ওপর ভরসা করে বেঁচে থাকতে হয়। ফলে মৃত্যুই তার একমাত্র কাম্য হয়ে দাঁড়ায়। মেরুদণ্ড যেমন প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বন তেমনি কোনো জাতির প্রধান অবলম্বন হচ্ছে শিক্ষা। জাতীয় জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মানুষ শিক্ষার দ্বারা ন্যায়-অন্যায়, ভাল-মন্দ উপলব্ধি করতে সক্ষম হয়। শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। প্রত্যেকের মাঝেই লুকিয়ে আছে সম্ভাবনাময় প্রতিভা। প্রকৃত শিক্ষা গ্রহণের ফলে মানুষের অভ্যন্তরীণ গুণাবলির বিকাশ সাধন হয়। শিক্ষা মন হতে যাবতীয় কুসংস্কার দূর করে অন্তরকে পবিত্র করে। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিশ্বের যেসব দেশ সাফল্যের শীর্ষে আরোহণ করতে সমর্থ হয়েছে তাদের মোট জনসংখ্যার প্রায় একশত ভাগ শিক্ষিত। শিক্ষা ছাড়া কোন জাতি জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করতে পারে না, বিশ্বের অন্যান্য জাতির সাথে টিকে থাকতে না পেরে ক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়। এ কারণে বলা হয়ে থাকে যে, যদি কোনাে জাতিকে ধ্বংস করতে চাও তবে সে জাতির শিক্ষাব্যবস্থাকে প্রথমেই ধ্বংস করে দাও। অশিক্ষিত জাতি উন্নতির পথে পদে পদে বাধার সম্মুখীন হয়। ফলে যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থতায় পর্যবসিত হয়। উপযুক্ত শিক্ষার অভাব রয়েছে বলেই বিশাল জনগােষ্ঠীর এই দেশ (বাংলাদেশ) বিশ্বের দরিদ্রতম অনুন্নত দেশ। দেশবাসীকে যদি উপযুক্ত শিক্ষার দ্বারা শিক্ষিত করা যায় তবে উন্নয়নের সােপানে অবশ্যই আমরা পৌছতে পারব। সুতরাং শিক্ষার দ্বারা জাতি কুসংস্কার, অন্ধত্ব, জড়তা, হীনতা কাটিয়ে বিশ্বের উন্নত জাতিগুলাের মধ্যে নিজেদের আসন দখল করে নিতে পারে। বিভিন্ন ধরনের শিক্ষার সাহায্যে জাতির বিভিন্নমুখী উন্নতির পথ সহজ হয়। সেজন্য যে জাতির মধ্যে শিক্ষিত লােকের সংখ্যা যত বেশি সে জাতি ততবেশি উন্নতির দিকে অগ্রসর হতে পারে। উন্নতি করা বা মাথা উঁচু করে দাঁড়ানাের ক্ষমতা অর্জনের জন্য জাতিকে প্রকৃত শিক্ষায় মিলিত হতে হয়।

মন্তব্য: শিক্ষিত জনগণ পারে একটি দেশকে ঠিক পথে পরিচালিত করে উন্নত মনন গঠনে সহায়ক ভূমিকা পালন করতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top