শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনপত্র।
তারিখ : ১১- ০১- ২০২১
বরাবর
অধ্যক্ষ
সরকারি বি এল কলেজ
দৌলতপুর,খুলনা।
বিষয়- শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রসঙ্গে।
জনাব
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র-ছাত্রী। পড়াশোনার পাশাপাশি প্রত্যক্ষ জ্ঞান অর্জনের জন্য অত্র কলেজ থেকে প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এ বছরও মানবিক বিভাগ থেকে ৮০ জন শিক্ষার্থীর শিক্ষা সফরে যাওয়ার ইচ্ছা রয়েছে। শিক্ষা সফরের স্থান হিসেবে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করছি। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান ও সফরের ব্যয় নির্বাহের জন্য কলেজ তহবিল থেকে আর্থিক সহায়তার বিষয়ে আপনার সুবিবেচনা একান্ত কাম্য।
অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও প্রয়োজনীয় অর্থ সহায়তা করলে আমরা আপনার নিকট বিশেষভাবে বাধিত থাকব।
বিনীত নিবেদক
দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের পক্ষে
মোহাম্মদ আবু রায়হান
সরকারি বি এল কলেজ
দৌলতপুর,খুলনা।
সংযুক্তি:
১. শিক্ষা সফরে গমনেচ্ছু শিক্ষার্থীদের নামের তালিকা- ১ সেট।
This is very good my teacher gave me outstanding
wow ,this is very easy . thank you a good teacher
Thanks
nice
after i read a few sentences above i got useful information for me
This is easy and afgordabble anybody can learn it for the exam.
nice information bro
Thank you very much
Nice… Thanks
Thanks