অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা – ২০২০

Spread the love

বাংলা উপন্যাস-৩ পরীক্ষার সাজেশন্স – ২০২০

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা – ২০২০ ( অনুষ্ঠিত হবে ২০২২)
বিষয়- বাংলা উপন্যাস-৩
বিষয় কোড- ২৪১০০৩

রচনামূলক প্রশ্ন-

১. উপন্যাস হিসেবে তিতাস একটি নদীর নাম উপন্যাসের সার্থকতা বিচার কর।
২. তিতাস একটি নদীর নাম উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
৩. তিতাস একটি নদীর নাম উপন্যাসের জেলে জীবনের পরিচয় দাও।
৪. তিতাস একটি নদীর নাম উপন্যাসের ভাষাশৈলীর পরিচয় দাও।
৫ .তিতাস একটি নদীর নাম উপন্যাস বাসন্তী চরিত্র সম্পর্কে লেখ।
৬. চাঁদের অমাবস্যা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা কর।
৭. চাঁদের অমাবস্যা উপন্যাসের বিষয় ভাবনা সম্পর্কে লেখ।
৮. চাঁদের অমাবস্যা উপন্যাসের আরেফ আলী চরিত্র সম্পর্কে লেখ।
৯. চেতনাপ্রবাহ রীতি কী? তিতাস একটি নদীর নাম উপন্যাসে চেতনাপ্রবাহ রীতির কতটুকু প্রয়োগ ঘটেছে আলোচনা কর।
১০. চিলেকোঠার সেপাই উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা কর।
১১. মহাকাব্যিক উপন্যাস উপন্যাসের ধারায় চিলেকোঠার সেপাই উপন্যাস আলোচনা কর।
১২. বিচিত্র চরিত্রের পরিচয় পাওয়া যায় চিলেকোঠার সেপাই উপন্যাসে- আলোচনা কর।
১৩. কাঁটাতারে প্রজাপতি উপন্যাস অবলম্বনে ইলা মিত্র চরিত্র বিশ্লেষণ কর।
১৪. কাঁটাতারে প্রজাপতি উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
১৫. কাঁটাতারে প্রজাপতি উপন্যাস অবলম্বনে সাঁওতাল বিদ্রোহের পরিচয় দাও।

সংক্ষিপ্ত প্রশ্ন-

১. অনন্ত কিভাবে মালোপাড়ায় ফিরে এলো ।
২. তিতাস একটি নদীর নাম উপন্যাসের ভূমিকা লেখ।
৩. মাঘ মন্ডলের ব্রত কী?
৪. কিশোর চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫. সুবল চরিত্রের পরিচয় দাও।
৬. বিজয় নদীর তীরে মালোপাড়ার পরিচয় দাও।
৭. দাদাসাহেব চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৮.আরেফ আলি চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৯. জীবন কী সত্যিই মৃত্যুর চেয়ে অধিক মূল্যবান- ব্যাখ্যা কর।
১০.চিলেকোঠার সেপাই উপন্যাসের চরিত্র বিশ্লেষণ কর।
১১. চিলেকোঠার সেপাই উপন্যাসের আনোয়ার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১২.খয়বার গাজীর পরিচয় দাও।
১৩. লতিফ সর্দারের ওপর লোকজন চটে গেল কেন?
১৪. ভিক্টোরিয়া পার্কের বক্তব্যের মূল বিষয় কী ছিল?
১৫. তেভাগা আন্দোলন কী?
১৬. ইলা মিত্রের স্বপ্নের স্বরূপ লেখ।
১৭. এই মাটি আমাদের চেয়ে ওদের বেশি আপন- ব্যাখ্যা কর।
১৮. স্বামীর ভিটা ছেড়ে আমি কোথাও যাব না- কে কাকে ছেড়ে যাবে না- ব্যাখ্যা কর।
১৯. মাতলা মাঝি কে? তার পরিচয় দাও।
২০. কাঁটাতারে প্রজাপতি উপন্যাস অবলম্বনে তার চিত্র তুলে ধরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top