বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা সাজেসন্স

Spread the love

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা – ২০২১ ( অনুষ্ঠিত হবে ২০২২)
বাংলা সাজেসন্স
বিষয়- বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
বিষয় কোড- ২১১০০৫

 

রচনামূলক প্রশ্ন-

১.  ইন্দো-ইউরোপীয় মূল ভাষা থেকে আধুনিক বাংলা পর্যন্ত ভাষা বিবর্তনের ক্রমধারা আলোচনা কর।

২. বাংলা ভাষায় আর্য ভাষার প্রভাব সম্পর্কে আলোচনা করো 

৩. নব্য ভারতীয় আর্য ভাষা সমূহ প্রাপ্ত শাখার অন্তর্ভুক্ত ভাষাগুলোর লক্ষণ তুলনা ও বর্ণনা করো।

৪. প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা কর।

৫. বাংলা ভাষায় বৈদেশিক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

৬. প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো।

৭. প্রাচীন বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন উল্লেখপূর্বক এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরূপণ কর।

৮. প্রমিত বাংলা বানান কী? প্রমিত বাংলা বানানের ১০ টি নিয়ম উদাহরণসহ আলোচনা কর।

৯. বাংলা ভাষায় বিরাম চিহ্ন ব্যবহারের প্রয়োজনীয়তা লেখ এবং কমা, ড্যাশ, সেমিকোলন, কোলন ব্যবহারের নিয়ম গুলি লেখ।

১০. বিরাম চিহ্ন ব্যবহারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর।

১১. সাধু ও চলিত ভাষার পার্থক্য লেখ।

১২. বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা কর।

১৩. ই -কার ব্যবহারের নিয়ম লেখ।

১৪. সন্ধি কাকে বলে?  সন্ধি কত প্রকার ও কী কী ? উদাহরণসহ আলোচনা কর। 

১৫. প্রতিবর্ণীকরণ কাকে বলে?  প্রতিবর্ণীকরণের দশটি নিয়ম লেখ।

১৬. কার্যবিবরণী / সার-সংক্ষেপ (নোট) লেখ।

১৭. আবেদন পত্র/ প্রতিবেদন রচনা কর।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-

১. বাংলা ভাষার সাথে মাগধী প্রাকৃত ভাষার সম্পর্ক সংক্ষেপে লেখ।

২.  ‘বাংলা সংস্কৃতির দুহিতা’- আলোচনা কর।

৩. বাংলা ভাষায়  অনার্য প্রভাব সম্পর্কে  লেখ।

৪. প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্বরধ্বনিগুলো আধুনিক বাংলায় বিবর্তনের চারটি সূত্র লেখ।

৫. মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ।

৬. বাংলা ভাষায় আরবি- ফারসি শব্দের প্রভাব আলোচনা কর।

৭.  শতম ভাষা কাকে বলে? শতম ভাষার পরিচয় দাও।

৮. গৌর অপভ্রংশের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য গুলি লেখ

৯. আদি-অন্ত বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ। 

১০.উপভাষা কী? বরেন্দ্রী ও বাঙ্গালী উপভাষার চারটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।

১১. ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধির চারটি নিয়ম লেখ।

১২. যুক্তাক্ষর গঠনের নিয়ম ও প্রয়োজনিয়তা লেখ।

১৩. কি ও কী এর পার্থক্য লেখ।

১৪. এবং , ও এর ব্যবহার ও পার্থক্য দেখাও।

১৫. ণ-ত্ব বিধান চারটি করে নিয়ম লেখ।

১৬. প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম ও  অ- তৎসম শব্দের বানানের পাঁচটি করে নিয়ম লেখ।

১৭. প্রতিবেদনের বৈশিষ্ট্য গুলি লেখ।

১৮.  সার-সংক্ষেপণ কাকে বলে? এর গুরুত্ব লেখ।

১৯. গুরুচণ্ডালী দোষ কাকে বলে ? 

২০. শতম ও কেন্তম শাখা সম্পর্কে লেখ।

২১. বানান শুদ্ধিকরণ।

 

 

 

DOWNLOAD

1 thought on “বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা সাজেসন্স”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top