স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

Spread the love

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 

ভাব-সম্প্রসারণ: স্বাধীনতা রক্ষা করার জন্য প্রতিটি নাগরিককে সদা সতর্ক থাকা প্রয়ােজন। কেননা, এটি অর্জন করা যতটা কঠিন কাজ, তার চেয়েও বেশি কঠিন হলাে একে রক্ষা করা।

স্বাধীনতা প্রতিটি মানুষের জন্মগত অধিকার। আর মানুষ মাত্রই স্বাধীনতাকামী। পরাধীন জীবন কারও কাম্য নয়। জীবনের পরিপূর্ণ স্বাদ গ্রহণের জন্য মানুষ স্বাধীনতা চায়। কবির ভাষার, স্বাধীনতা হীনতার কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় ? স্বাধীনতা ছাড়া কেউ পূর্ণ অধিকার নিয়ে বাঁচতে পারে না। কিন্তু একে সহজে পাওয়া যায় না- বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তের বিনিময়ে তা অর্জন করতে হয়। স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন কাজ হলাে অন্তঃশক্তি বহিঃশক্তির হাত থেকে তাকে রক্ষা করা। একটি স্বাধীন দেশে যখন পরাধীন দেশের ভাবধারা বজায় থাকে তখন দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেদেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়। তাই যে কোনাে ধরনের অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য নাগরিকদের সদা সচেতন থাকতে হয়। এজন্য বিদেশি ভাবধারা আমদানি বর্জন করে সকলকে নিজস্ব সংস্কৃতিকে লালন করে জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা। এ স্বাধীনতা আমাদের কাছে এক পবিত্র আমানত। একে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের জাতীয় জীবনে যাতে সাংস্কৃতিক স্বচ্ছতা ও অর্থনৈতিক মুক্তি আসে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে, ভালােবাসতে হবে দেশের মাটি ও মানুষকে। গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছে দেয়া আমাদের জাতীয় কর্তব্য। আমাদের এই প্রিয় জন্মভূমি যাতে সমৃদ্ধিশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেদিকে আমাদের সবার মনােযােগ দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top