পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব, ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি পরীক্ষার সাজেশন্স – ২০২০ ( অনুষ্ঠিত হবে ২০২২)
অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা – ২০২০ ( অনুষ্ঠিত হবে ২০২২)
বিষয়- পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব, ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি
বিষয় কোড- ২৪১০০৫
রচনামূলক প্রশ্ন-
১. পোয়েটিক্স গ্রন্থ অবলম্বনে ট্রাজেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ।
২. আর্স পোয়েটিকা অবলম্বনে হোরেসের সাহিত্য ও কাব্য ভাবনার পরিচয় দাও।
৩. Principle of decorum সম্পর্কে লেখ।
৪. শিক্ষা ও উপযোগিতা সম্পর্কে হোরেসের মতামত তুলে ধর।
৫. ক্লাসিসিজম ও নিউ ক্লাসিসিজম এর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উপস্থাপন কর।
৬. রিয়ালিজম এর পূর্ণ বিকাশ ন্যাচারালিজম- ব্যাখ্যা কর।
৭. রোমান্টিসিজমের স্বরূপ বিশ্লেষণ কর।
৮. বাংলা কবিতার অলোকে আধুনিকতার বৈশিষ্ট্য সমূহ লেখ?
৯. রোমান্টিক কবি হিসেবে রবীন্দ্রনাথের সাহিত্যের ধারা ব্যাখ্যা কর।
১০. আধুনিকতাবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
১১. উত্তরাধুনিকতা সম্পর্কে পণ্ডিতদের অভিমত ব্যাখ্যা কর।
১২. মূল্যবিচারমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্য গুলি লেখ।
১৩. সাহিত্য সমালোচনায় ঐতিহাসিক পদ্ধতির প্রয়োগ ও গুরুত্ব লেখ।
১৪. ইতিহাসমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির উপযোগিতা ও সমস্যা উদাহরণসহ লেখ।
১৫. পাঠ বিশ্লেষণমূলক পদ্ধতি কী? এই পদ্ধতি কীভাবে সাহিত্য বিশ্লেষণে ক্রিয়াশীল আলোচনা কর।
সংক্ষিপ্ত-
১.পোয়েটিক্স গ্রন্থের পরিচয় দাও।
২.কবি ও কবিতা সম্পর্কে প্লেটোর অভিমত ব্যক্ত কর।
৩.লঙ্গিনাসের সিদ্ধান্ত অনুসারে সাহিত্যের সংজ্ঞা ও শ্রেণি বিভাগ লেখ।
৪.অ্যারিস্টোটল মহাকাব্য সম্পর্কে কী বলেছেন?
৫.ট্রাজেডিতে ষড়ঙ্গ শিল্প বলতে কী বোঝায়?
৬.লঙ্গিনাসের on the sublime গ্রন্থ সম্পর্কে লেখ।
৭.মার্কসীয় সাহিত্যতত্ত্ব এর উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখ।
৮.ম্যাজিক রিয়ালিজম কাকে বলে?/ জাদুবাস্তবতা কী?
৯.নারীবাদ কী / ফ্যামিনিজম কী ?
১০.মনঃসমীক্ষণ তত্ত্ব কী ?/ ফ্রয়েডিজম কাকে বলে?
১১.পরাবাস্তববাদ কাকে বলে?
১২.সাহিত্য সমালোচনার সংজ্ঞা ও শ্রেণীবিভাগ লেখ।
১৩.তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতি পরিচয় দাও।
১৪.ক্যাথার্সিস বা পরিশুদ্ধ কাকে বলে?
১৫.আর্সপোয়েটিকা গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও।