অনার্স চতুর্থ বর্ষ বাংলা নাটক-২ পরীক্ষার সাজেশন্স- ২০২০ ( অনুষ্ঠিত হবে ২০২২)
বাংলা নাটক-২ পরীক্ষার সাজেশন্স- ২০২০
বিষয়- বাংলা নাটক-২
বিষয় কোড- ২৪১০০৭
রচনামূলক প্রশ্ন:-
১. নবান্ন নাটকের প্রধান সমাদ্দার চরিত্র আলোচনা কর।
২. নবান্ন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর।
৩. নবান্ন নাটক অবলম্বনে আমিনপুর গ্রামের লোকাজ জীবন ধারার পরিচয় দাও।
৪. নবান্ন নাটকের শিল্পমূল্য আলোচনা কর।
৫. নবান্ন নাটকের সমাজ বাস্তবতা ব্যাখ্যা কর।
৬. চিঠি নাটকের নায়িকা চরিত্র আলোচনা কর।
৭. চিঠি নাটকের সৌরভ চরিত্র আলোচনা কর।
৮. কমেডি নাটক হিসেবে চিঠি নাটকের সার্থকতা আলোচনা কর।
৯. চিঠি নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর।
১০. ইতিহাস ও কল্পনার জৈব মিলনে ‘নূরুলদীনের সারা জীবন’ এক অনন্য নির্মাণ- আলোচনা কর।
১১. নূরুলদীনের সারাজীবন নাটক কাব্যনাট্য হিসেবে কতটুকু সার্থক আলোচনা কর।
১২. গণনাটক হিসেবে নুরুলদীনের সারাজীবন নাটকটি বিশ্লেষণ কর।
১৩. ‘কীত্তনখোলা’ নাটকের লোকায়ত জীবনের পরিচয় দাও।
১৪. ‘কীত্তনখোলা’ নাটকের গঠনশৈলী আলোচনা কর।
১৫. ‘কীত্তনখোলা’ নাটকের সংলাপ আলোচনা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন:-
১.রাধিকা কে? তার পরিচয় দাও।
২.গণনাটক কাকে বলে?
৩.নবান্ন নাটকে যে মন্বন্তরের চিত্র পাওয়া যায় তার বর্ণনা দাও।
৪.হারু দত্ত কে? তার পরিচয় দাও।
৫.নবান্ন নাটকের চিকিৎসাব্যবস্থার চিত্র তুলে ধরো।
৬.‘আমার অন্তর জ্বলে গেছে কুঞ্জ, আমার অন্তর জ্বলে গেছে’- ব্যাখ্যা কর।
৭.মিস মিনা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৮.চিঠি নাটকের প্রক্টর চরিত্র সম্পর্কে লেখ।
৯. সোহরাব থানায় ডায়রি করল কেন?
১০.চিঠি নাটকে একটি চিঠিকে কেন্দ্র করে তিন বন্ধু উদ্বিগ্ন কেন?
১১.মিনার হারিয়ে যাওয়া খাতা সোহরাব কীভাবে পেল?
১২.তুমি জানো না এই উনিশ কুড়ি বছরের পড়ুয়া ছেলেমেয়ে গুলো কী সাংঘাতিক ছিল- ব্যাখ্যা কর।
১৩.চিঠি নাটকের শেষ দৃশ্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৪.নূরুলদীন চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৫. নীল পিরানের তলে দেখো হামার মানুষ হয়- ব্যাখ্যা কর।
১৬. ‘নূরুলদীনের সারা জীবন’ নাটকে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ কিভাবে এসেছে?
১৭.‘নূরুলদীনের সারা জীবন’ নাটকে প্রস্তাবনা অংশের মূলভাব লেখ।
১৮.‘কীত্তনখোলা’ নাটকের মেলার বর্ণনা দাও।
১৯. ‘কীত্তনখোলা’ নাটকের বনশ্রী চরিত্র আলোচনা কর।
২০. ‘কীত্তনখোলা’ নাটকের ইদু চরিত্রের বর্ণনা দাও।
২১. সংলাপ ব্যবহারের বিশেষত্ব সম্পর্কে কীত্তনখোলা নাটক আলোচনা কর।
২২. সৌন্দরে সৌন্দরে ভেদ নাই, ভেদটা সৌন্দরে বান্দরে- ব্যাখ্যা কর।