চিরায়ত সাহিত্য(অনূদিত) পরীক্ষার সাজেশন্স ২০২২

Spread the love

অনার্স চতুর্থ বর্ষ চিরায়ত সাহিত্য(অনূদিত) পরীক্ষার সাজেশন্স – ২০২২

অনার্স চতুর্থ বর্ষ চিরায়ত সাহিত্য(অনূদিত) পরীক্ষার সাজেশন্স – ২০২০ ( অনুষ্ঠিত হবে ২০২২)
বিষয়- চিরায়ত সাহিত্য( অনূদিত)
বিষয় কোড- ২৪১০০৯

রচনামূলক প্রশ্ন-
১. ‘মেঘদূত’ কাব্যর উপমা ব্যবহার সম্পর্কে আলোচনা কর।
২. ‘মেঘদূত কাহিনী নির্ভর কাব্য নয়, প্রকৃতি ও মানবিক আবেদনই এই কাব্যের প্রধান বিষয়-আলোচনা কর।
৩. ‘মেঘদূত’ কাব্যের বিরহ বর্ণনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা কর।
৪. ‘হ্যামলেট’ নাটকে অতিপ্রাকৃত ঘটনার ভূমিকা আলোচনা কর।
৫ . ‘হ্যামলেট’ নাটকের ওফেলিয়া চরিত্রের দুঃখ দুর্দশার চিত্র বর্ণনা কর।
৬. কাব্যনাট্য হিসেবে হ্যামলেট নাটকের সার্থকতা আলোচনা কর।
৭. হ্যামলেট নাটকের হ্যামলেট চরিত্র আলোচনা কর।
৮. ইডিপাস নাটকের জোকাস্টা চরিত্র আলোচনা কর।
৯. ট্রাজেডি হিসেবে ইডিপাস নাটকের সার্থকতা আলোচনা কর।
১০. ইডিপাস নাটকে কোরাসের ভূমিকা আলোচনা কর।
১১. নাট্য দ্বন্দ্ব সৃষ্টিতে ইডিপাস নাটকের প্রেক্ষিতে সফোক্লিসের ভূমিকা আলোচনা কর।
১২. মা উপন্যাস অবলম্বনে পাভেল চরিত্র বিশ্লেষণ কর।
১৩. মা উপন্যাসের সমাজ চিত্র আলোচনা কর।
১৪. মা উপন্যাসের রাজনৈতিক দর্শন আলোচনা কর।
১৫. সমাজতান্ত্রিক বাস্তবতার এক অনন্য সৃষ্টি মা উপন্যাস- আলোচনা কর।

সংক্ষিপ্ত প্রশ্ন-
১. ‘মেঘদূত’ কাব্যের অলোকাপুরীর বর্ণনা দাও।
২. মেঘের যাত্রাপথের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩. যক্ষ কেন রামগিরিতে নির্বাসিত হয়েছিল?
৪. মেঘ কতবার বিশ্রাম নিয়েছিল এবং কোথায় বিশ্রাম নিয়েছিল তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৫. ‘মেঘদূত’ কাব্যের পর্বতগুলির পরিচয় দাও।
৬. প্রেতাত্মা কে তার পরিচয় দাও ।
৭. থাকব কি থাকব না প্রশ্ন এখন তাই- কে কোন প্রেক্ষিতে বলেছিল আলোচনা কর।
৮. রাজদরবারের নাটক মঞ্চায়নের কারণ আলোচনা কর।
৯. হ্যামলেটের অস্বাভাবিক আচরণের কারণ ব্যাখ্যা কর ।
১০. ক্লডিয়াস চরিত্র সম্পর্কে লেখ।
১১. হ্যামলেট কীভাবে মারা গেল আলোচনা কর।
১২. এই মুহূর্ত থেকে হবে রক্তমাখা আমার সকল চিন্তা- ব্যাখ্যা কর।
১৩. হোরেশিও কে?
১৪. ওফেলিয়া কিভাবে মারা যায়?
১৫. লেয়ার্তেস কে?
১৬. ইডিপাসের শেষ পরিণতি কী হয়েছিল?
১৭. ক্রিয়নের পরিচয় দাও।
১৮. টিরেশিয়াস চরিত্রের পরিচয় দাও।
১৯. সমস্ত সন্ধান ক্ষান্ত দাও- কে কোন প্রেক্ষিতে এ কথাটি বলেছিল।
২০. ঘৃণা নির্যাতনের নামান্তর মাত্র- ব্যাখ্যা কর।
২১. দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তো আমার সর্বনাশ দেখতে পারছ না- কোন প্রেক্ষিতে বলা হয়েছে ব্যাখ্যা কর।
২২. মা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৩. পাভেলের বাবার পরিচয় দাও।
২৪. রাশিয়ার শ্রমিক শ্রেণীর জীবন বাস্তবতা সংক্ষেপে তুলে ধরো।
২৫. পাভেল পাঠচক্র গড়ে তুলেছিল কেন।
২৬.নাতাশা চরিত্রের পরিচয় দাও।
২৭. সারা জীবন মায়ের বসবাস ভয়ের রাজ্যে- ব্যাখ্যা কর।
২৮.মা কিভাবে সার্বজনীন মা হয়ে উঠল- আলোচনা কর।
২৯.আমার সন্তান হয়তো বড় হয়ে আমারই শত্রু হবে- ব্যাখ্যা কর।
৩০. এক হও, এক হও, সব মানুষ এক হয়ে বিরাট শক্তি গড়ে তুলো- উক্তিটি ব্যাখ্যা কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top