অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা – ২০২০

Spread the love

অনার্স চতুর্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস-৩ পরীক্ষার সাজেশন্স – ২০২০ ( অনুষ্ঠিত হবে ২০২২)

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা – ২০২০ ( অনুষ্ঠিত হবে ২০২২)
বিষয়- বাংলা সাহিত্যের ইতিহাস-৩(১৯৪৭-২০০০)
বিষয় কোড- ২৪১০০১

রচনামূলক প্রশ্ন-
১. বাংলা নাটকে নুরুল মোমেন এর অবদান আলোচনা কর।
২. বাংলা নাটকে সেলিম আল দীনের ভূমিকা আলোচনা কর।
৩. বাংলা নাটকের মুনীর চৌধুরীর অবদান আলোচনা কর।
৪. বাংলা কাব্যনাট্যে সৈয়দ শামসুল হকের অবদান আলোচনা কর।
৫. বাংলা নাটকে মুক্তিযুদ্ধের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
৬. ‘বাংলা উপন্যাসে মুক্তিযুদ্ধ’- এই শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
৭. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সৃষ্টিতে শওকত ওসমানের অবদান আলোচনা কর।
৮. রিজিয়া রহমানের উপন্যাসের বিষয়বস্তু আলোচনা কর।
৯. মহাকাব্যিক উপন্যাসের ধারায় আক্তারুজ্জামানের অবদান আলোচনা কর।
১০. ৪৭‘ পরবর্তী বাংলা উপন্যাসের বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা কর।
১১. সেলিনা হোসেনের ‘কাঁটাতারে প্রজাপতি’ কাঁটাতারের প্রজাপতি উপন্যাসের বিষয়বস্তু আলোচনা কর।
১২. আহমদ শরীফের প্রবন্ধ আলোকে তার চিন্তা-চেতনার পরিচয় দাও।
১৩. প্রাবন্ধিক হিসেবে মোতাহার হোসেন চৌধুরীর মূল্যায়ন কর।
১৪. বাংলা প্রবন্ধ ধারায় আবুল ফজলের অবদান আলোচনা কর।
১৫. বাংলাদেশের ছোটগল্প শিরোনামে একটি নিবন্ধ রচনা কর।
১৬. ছোট গল্পকার হিসেবে শওকত আলীর অবদান আলোচনা কর।
১৭. বাংলা ছোটগল্পে মুক্তিযুদ্ধ -এই শিরোনামে বিস্তারিত আলোচনা কর।
১৮. আখতারুজ্জামান ইলিয়াস বাংলা ছোট গল্পের অনন্যা স্রষ্টা- আলোচনা কর।

সংক্ষিপ্ত প্রশ্ন-

১. বাংলা কবিতায় শামসুর রাহমানের অবদান সংক্ষেপে আলোচনা কর।
২. জসিম উদ্দিনকে কেন পল্লীকবি বলা হয়ে থাকে।
৩. ফররুখ আহমদের কাব্য সাধনার মূল দর্শন আলোচনা কর।
৪. বাংলা কবিতায় সিকান্দার আবু জাফর এর অবদান সংক্ষেপে আলোচনা কর।
৫. আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার মূলভাব লেখ।
৬. শামসুর রাহমানকে নাগরিক কবি বলা হয় কেন?
৭. রেইনকোট গল্পের মূলভাব লেখ।
৮. ‘পথ জানা নেই’ গল্পের বিষয়বস্তু লেখ।
৯. ‘কলিমদ্দি দফাদার’ গল্প অবলম্বনে হানাদার বাহিনীর বর্বরতার পরিচয় দাও।
১০.‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের মূলভাব লেখ।
১১. ‘নয়নচারা’ গল্পের মূলভাব লেখ।
১২. ছোটগল্পকার আলাউদ্দিন আল আজাদের পরিচয় দাও।
১৩. পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটক সম্পর্কে লেখ।
১৪. পোকামাকড়ের ঘরবসতি উপন্যাস সম্পর্কে আলোচনা কর।
১৫. ‘সারেং বৌ’ উপন্যাস অবলম্বনে বাংলার গ্রামীণ জীবনের পরিচয় দাও।
১৬. হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ উপন্যাসের স্বরূপ বিশ্লেষণ কর।
১৭. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের বিষয়বস্তু।
১৮. সরদার জয়েন উদ্দিন এর ছোট গল্পের বৈশিষ্ট্য লেখ।
১৯. ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও
২০. ‘সংস্কৃতির কথা’ প্রবন্ধের মূলভাব লেখ।
২১.কাজী মোতাহার হোসেনের মতে সাহিত্যের উদ্দেশ্য কী?
২২. ‘নুরলদীনের সারাজীবন’ কাব্যে নাট্যের মূলভাব লেখ ।
২৩. নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ সম্পর্কে লেখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top