যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিকে না আর নিশীথে প্রদীপ ভাতি।

Spread the love

যে জন দিবসে মনের হরষে

জ্বালায় মোমের বাতি

আশুগৃহে তার দেখিকে না আর

নিশীথে প্রদীপ ভাতি।

 

ভাব-সম্প্রসারণ : রাতের অন্ধকারে কাজ করতে হলে আলো জ্বালাতে হয়। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত থাকে বলে দিনের বেলায় আলো জ্বালাবার প্রয়োজন হয় না। সুতরাং দিনের বেলায় প্রদীপ  জ্বালিয়ে রাখা অপব্যয়ের নামান্তর।

মনের আনন্দে বা সখে কেউ যদি দিনের বেলায় অকারণে তেল নিঃশেষ করে তাহলে পরবর্তীকালে তার ঘরে অন্ধকারেও আলো জ্বালাবার সামর্থ্য থাকবে না। এরূপ কোনো ব্যক্তির যখন সুদিন থাকে, ধন- সম্পদের প্রাচুর্য থাকে তখন সে যদি ধন গর্বে গর্বিত হয়ে অপরিণামদর্শীর ন্যায় অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করে, তবে তার অচিরেই এমন এক সময় আসবে যখন আবশ্যকীয় ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থও তার হাতে থাকবে না। অপব্যয়কারীর তখন অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকবে না। অপব্যয়কারী রাজাও পথের ভিখারী হয়ে যায়। কাজেই আমাদের সকলকেই মিতব্যয়ী হওয়া উচিত। মিতব্যয়ী কখনো অর্থ সংকটে পতিত হয় না। সে বরং অভাব মুক্ত হয়ে অতীব আনন্দে জীবনযাপন করতে পারে। হাদিস শরীফে বর্ণিত আছে যে, অপব্যয়কারী শয়তানের ভাই। যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে কখনো অভাবগ্রস্ত হয় না। মানুষের জীবনে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার প্রবণতা রয়েছে।

আগামী দিনে কখন কিভাবে প্রয়োজন দেখা দিবে সে সম্পর্কে স্পষ্ট আভাস না থাকায় মানুষ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। এর ফলে যখন কোন দরকার দেখা দেয় তখন তা মেটানো সহজ হয়। কাজেই প্রয়োজনের অতিরিক্ত কখনো ব্যয় বা অপচয় না করে পরিমাণমত ব্যয় করলে সে কখনো অভাবগ্রস্ত হয় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top