সমাসের উদাহরণ
প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
দেখাশোনা | দেখা ও শোনা | দ্বন্দ্ব সমাস |
দোয়াত-কলম | দোয়াত ও কলম | দ্বন্দ্ব সমাস |
পথে ঘাটে | পথে ও ঘাটে | দ্বন্দ্ব সমাস |
ভরণপোষণ | ভরণ ও পােষণ | দ্বন্দ্ব সমাস |
ভালো মন্দ | ভালো ও মন্দ | দ্বন্দ্ব সমাস |
মরাবাঁচা | মরা ও বাঁচা | দ্বন্দ্ব সমাস |
রক্তমাংস | রক্ত ও মাস | দ্বন্দ্ব সমাস |
লেনদেন | দেন ও দেন | দ্বন্দ্ব সমাস |
শীতাতপ | শীত ও আতপ | দ্বন্দ্ব সমাস |
সত্যাসত্য | সত্য ও অসত্য | দ্বন্দ্ব সমাস |
সাতসতেরো | সাত ও সতেরো | দ্বন্দ্ব সমাস |
সৈন্যসামন্ত | সৈন্য ও সামন্ত | দ্বন্দ্ব সমাস |
হিতাহিত | হিত ও অহিত | দ্বন্দ্ব সমাস |
দুধে ভাতে | দুধে ও ভাতে | অলুক দ্বন্দ্ব সমাস |
পথে-প্রান্তরে | পথে ও প্রান্তরে | অলুক দ্বন্দ্ব সমাস |
বনে বাদাড়ে | বনে ও বাদাড়ে | অলুক দ্বন্দ্ব সমাস |
সাপে-নেউলে | সাপে ও নেউলে | অলুক দ্বন্দ্ব সমাস |
হাতে-পায়ে | হাতে ও পায়ে | অলুক দ্বন্দ্ব সমাস |
আমরা | সে, তুমি ও আমি | একশেষ দ্বন্দ্ব |
তোমরা | সে, তুমি | একশেষ দ্বন্দ্ব |
গঙ্গা-যমুনা-মেঘনা | গঙ্গা, যমুনা ও মেঘনা | বহুপদী দ্বন্দ্ব |
আম কুড়ানো | আমকে কুড়ানো | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
চিরসুখী | চিরকাল ব্যাপী সুখী। | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
চিরস্থায়ী | চিরকাল ব্যাপী স্থায়ী | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
তিমির বিদারী | তিমিরকে বিদারী | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
দেশ বিভাগ | দেশকে বিভাগ | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
দেশভঙ্গা | দেশকে ভঙ্গ | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
পৃষ্ঠপ্রদর্শন | পৃষ্ঠকে প্রদর্শন | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
বইপড়া | বইকে পড়া | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
বিস্ময়াপন্ন | বিস্ময়কে আপন্ন | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
রথচালন | রথকে চালনা | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
শর নিক্ষেপ | শরকে নিক্ষেপ | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
দুঃখ প্রাপ্ত | দুঃখকে প্রাপ্ত | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
দেশত্যাগ | দেশকে ত্যাগ | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
মাছধরা | মাছকে ধরা | দ্বিতীয়া তৎপুরুষ সমাস |
ঘিভাজা | ঘি দ্বারা ভাজা | তৃতীয়া তৎপুরুষ |
ঘিয়ে ভাজা | ঘিয়ে ভাজা | অলুক তৎপুরুষ |
ছায়াশীতল | ছায়া দ্বারা শীতল | তৃতীয়া তৎপুরুষ |
জনাকীর্ণ | জন দ্বারা আকীর্ণ | তৃতীয়া তৎপুরুষ |
জলসেচন | জল দ্বারা সেচন | তৃতীয়া তৎপুরুষ |
টেকিছাঁটা | টেকি দ্বারা ছাটা | তৃতীয়া তৎপুরুষ |
ন্যায়সঙ্গত | ন্যায় দ্বারা সঙ্গত | তৃতীয়া তৎপুরুষ |
পদদলিত | পদ দ্বারা দলিত | তৃতীয়া তৎপুরুষ |
পুষ্পাঞ্জলি | পুষ্প দিয়ে অঞ্জলি | তৃতীয়া তৎপুরুষ |
বাগবিতণ্ডা | বাক দ্বারা বিতণ্ডা | তৃতীয়া তৎপুরুষ |
বাগদত্তা | বাক দ্বারা দত্তা | তৃতীয়া তৎপুরুষ |
মধুমাখা | মধু দিয়ে মাখা | তৃতীয়া তৎপুরুষ |
মনগড়া | মন দিয়ে গড়া | তৃতীয়া তৎপুরুষ |
মেঘলুপ্ত | মেঘ দ্বারা লুপ্ত | তৃতীয়া তৎপুরুষ |
শোকার্ত | শােক দ্বারা আর্ত | তৃতীয়া তৎপুরুষ |
তপােবন | তপের নিমিত্ত বন | চতুর্থী তৎপুরুষ |
দেবদত্ত | দেবকে দত্ত | চতুর্থী তৎপুরুষ |
বিয়েপাগল | বিয়ের জন্য পাগল | চতুর্থী তৎপুরুষ |
রান্নাঘর | রান্নার জন্য ঘর | চতুর্থী তৎপুরুষ |
সেচন-কলস | সেচনের নিমিত্ত কলস | চতুর্থী তৎপুরুষ |
হজযাত্রা | হজের জন্য/নিমিত্ত যাত্রা | চতুর্থী তৎপুরুষ |
উত্তরােত্তর | উত্তর থেকে উত্তর | পঞ্চমী তৎপুরুষ |
দেশপলাতক | দেশ থেকে পলাতক | পঞ্চমী তৎপুরুষ |
পদচ্যুত | পদ থেকে চ্যুত | পঞ্চমী তৎপুরুষ |
বিলাতফেরত | বিলাত থেকে ফেরত | পঞ্চমী তৎপুরুষ |
মুখভ্রষ্ট | মুখ থেকে ভ্রষ্ট | পঞ্চমী তৎপুরুষ |
মেঘমুক্ত | মেঘ থেকে মুক্ত | পঞ্চমী তৎপুরুষ |
যুদ্ধবিরতি | যুদ্ধ থেকে বিরতি | পঞ্চমী তৎপুরুষ |
লােকভয় | লােক থেকে ভয় | পঞ্চমী তৎপুরুষ |
সত্যভ্রষ্ট | সত্য হতে ভ্রষ্ট | পঞ্চমী তৎপুরুষ |
জন্মান্ধ | জন্ম থেকে অন্ধ | পঞ্চমী তৎপুরুষ |
উপলখন্ড | উপলের খণ্ড | ৬ষ্ঠী তৎপুরুষ |
অপরাহ্ন | দিনের অপর ভাগ | ৬ষ্ঠী তৎপুরুষ |
অশ্বপদ | অশ্বের পদ | ৬ষ্ঠী তৎপুরুষ |
কর্মকর্তা | কর্মের কর্তা | ৬ষ্ঠী তৎপুরুষ |
কলঙ্করেখা | কলঙ্কের রেখা | ৬ষ্ঠী তৎপুরুষ |
পুষ্পসৌরভ | পুষ্পের সৌরভ | ৬ষ্ঠী তৎপুরুষ |
খেয়াঘাট | খেয়ার ঘাট | ৬ষ্ঠী তৎপুরুষ |
গল্পপ্রেমিক | গল্পের প্রেমিক | ৬ষ্ঠী তৎপুরুষ |
কবিগুরু | কবিদের গুরু | ৬ষ্ঠী তৎপুরুষ |
গৃহকত্রী | গৃহের কর্ত্রী | ৬ষ্ঠী তৎপুরুষ |
চা-বাগান | চায়ের বাগান | ৬ষ্ঠী তৎপুরুষ |
জীবনসঞ্চার | জীবনের সঞ্চার | ৬ষ্ঠী তৎপুরুষ |
ঝরনাধারা | ঝরনার ধারা | ৬ষ্ঠী তৎপুরুষ |
নবীনবরণ | নবীনদের বরণ | ৬ষ্ঠী তৎপুরুষ |
নাতজামাই | নাতনির জামাই | ৬ষ্ঠী তৎপুরুষ |
পাষাণস্তুপ | পাষাণের স্তুপ | ৬ষ্ঠী তৎপুরুষ |
বনমধ্যে | বনের মধ্যে | ৬ষ্ঠী তৎপুরুষ |
মামাবাড়ি | মামার বাড়ি | ৬ষ্ঠী তৎপুরুষ |
মার্তণ্ডপ্রায় | মার্কণ্ডের প্রায় | ৬ষ্ঠী তৎপুরুষ |
মৃগশিশু | মৃগীর শিশু | ৬ষ্ঠী তৎপুরুষ |
রাজদণ্ড | রাজার দণ্ড | ৬ষ্ঠী তৎপুরুষ |
রাজনীতি | রাজার নীতি | ৬ষ্ঠী তৎপুরুষ |
রাজপথ | পথের রাজা | ৬ষ্ঠী তৎপুরুষ |
প্রাণবধ | প্রাণের বধ | ৬ষ্ঠী তৎপুরুষ |
বনমধ্যে | বনের মধ্যে | ৬ষ্ঠী তৎপুরুষ |
বজ্রসম | বজ্রের সম | ৬ষ্ঠী তৎপুরুষ |
বিধিলিপি | বিধির লিপি | ৬ষ্ঠী তৎপুরুষ |
রাজপুত্র | রাজার পুত্র | ৬ষ্ঠী তৎপুরুষ |
ভূজবল | ভূজের বল | ৬ষ্ঠী তৎপুরুষ |
রাজহংস | হংসের রাজা | ৬ষ্ঠী তৎপুরুষ |
ভারাপণ | ভারের অর্পণ | ৬ষ্ঠী তৎপুরুষ |
সুখসময় | সুখের সময় | ৬ষ্ঠী তৎপুরুষ |
অকালপক্ব | অকালে পক্ব | সপ্তমী তৎপুরুষ |
অকাল বার্ধক্য | অকালে বার্ধক্য | সপ্তমী তৎপুরুষ |
অকালমৃত্যু | অকালে মৃত্যু | সপ্তমী তৎপুরুষ |
সলিলসমাধি | সলিলে সমাধি | সপ্তমী তৎপুরুষ |
বনভােজন | বনে ভােজন | সপ্তমী তৎপুরুষ |
গাছপাকা | গাছে পাকা | সপ্তমী তৎপুরুষ |
গুণমুগ্ধ | গুণে মুগ্ধ | সপ্তমী তৎপুরুষ |
রাতকানা | রাতে কানা | সপ্তমী তৎপুরুষ |
তমসাচ্ছন্ন | তমসায় আচ্ছন্ন | সপ্তমী তৎপুরুষ |
রথারােহণ | রথে আরােহণ | সপ্তমী তৎপুরুষ |
ইন্দ্রজিৎ | ইন্দ্রকে জয় করেছে যে | উপপদ তৎপুরুষ |
কুম্ভকার | কুম্ভ করে যে | উপপদ তৎপুরুষ |
জাদুকর | জাদু করে যে | উপপদ তৎপুরুষ |
পকেটমার | পকেট মারে যে | উপপদ তৎপুরুষ |
দ্রুতগামী | দ্রুত গমন করে যে | উপপদ তৎপুরুষ |
গ্রন্থকার | গ্রন্থ রচনা করে যে | উপপদ তৎপুরুষ |
গৃহস্থ | গৃহে থাকে যে | উপপদ তৎপুরুষ |
ক্ষীণজীবী | ক্ষীণভাবে বাঁচে যে | উপপদ তৎপুরুষ |
গায়েপড়া | গায়ে পড়ে যে | উপপদ তৎপুরুষ |
পঙ্কজ | পঙ্কে জন্মে যা | উপপদ তৎপুরুষ |
প্রিয়ংবদা | প্রিয় বাক্য/কথা বলে যে | উপপদ তৎপুরুষ |
প্রভাকর | প্রভা করে যে | উপপদ তৎপুরুষ |
বাজিকর | বাজি করে যে | উপপদ তৎপুরুষ |
মধুকর | মধু করে যে | উপপদ তৎপুরুষ |
মৃত্যুঞ্জয় | মৃত্যুকে জয় করেছে যে | উপপদ তৎপুরুষ |
বাস্তুহারা | বাস্তু হারিয়েছে যে | উপপদ তৎপুরুষ |
সত্যবাদী | সত্য বলে যে | উপপদ তৎপুরুষ |
গানের আসর | গানের আসর | অলুক তৎপুরুষ |
ঘােড়ারডিম | ঘােড়ার ডিম | অলুক তৎপুরুষ |
সােনার প্রতিমা | সােনার প্রতিমা | অলুক তৎপুরুষ |
হাতেছড়ি | হাতে ছড়ি | অলুক তৎপুরুষ |
অক্ষত | নয় ক্ষত | নঞ তৎপুরুষ |
অকাতর | নয় কাতর | নঞ তৎপুরুষ |
অনতিবৃহৎ | নয় অতিবৃহৎ | নঞ তৎপুরুষ |
অস্থির | নয় স্থির | নঞ তৎপুরুষ |
অসত্য | ন সত্য | নঞ তৎপুরুষ |
অপর্যাপ্ত | নয় পর্যাপ্ত | নঞ তৎপুরুষ |
অনৈক্য | নেই ঐক্য | নঞ তৎপুরুষ |
অনেক | ন এক | নঞ তৎপুরুষ |
অনিবার্য | নয় নিবার্য | নঞ তৎপুরুষ |
অনাহার | ন আহার | নঞ তৎপুরুষ |
অমানুষ | ন মানুষ | নঞ তৎপুরুষ |
অকাল | ন কাল | নঞ তৎপুরুষ |
অনর্থ | ন অর্থ | নঞ তৎপুরুষ |
অনাচার | নেই আচার | নঞ তৎপুরুষ |
অনশন | ন অশন | নঞ তৎপুরুষ |
অনাহূত | নয় আহূত | নঞ তৎপুরুষ |
অনাসক্ত | নয় আসক্ত | নঞ তৎপুরুষ |
বেহিসাবী | নয় হিসাবী | নঞ তৎপুরুষ |
নামঞ্জুর | নয় মঞ্জুর | নঞ তৎপুরুষ |
অল্পপ্রাণ | অল্প প্রাণ যার | বহুব্রীহি |
মন্দভাগ্য | মন্দ ভাগ্য যার | বহুব্রীহি |
মহাত্মা | মহার আত্মা যার | বহুব্রীহি |
মকরমুখাে | মকর (কুমিরের আকৃতি) মুখ যার | বহুব্রীহি |
বীণাপাণি | বীণা পাণিতে(হাতে) যার | বহুব্রীহি |
বিশালাক্ষী | বিশাল অক্ষি(চোখ) যার | বহুব্রীহি |
বিমনা | বিচলিত মন যার | বহুব্রীহি |
বিপত্নীক | বি (গত) পত্নী যার | বহুব্রীহি |
পদ্মআঁখি | পদ্ম আঁখি যার | বহুব্রীহি |
পশুরী | পাঁচ সের পরিমাণ | বহুব্রীহি |
পর্দাপ্রিয় | গর্দা প্রিয় যার | বহুব্রীহি |
পাঁচগজি | পাঁচ গজ পরিমাণ যার | বহুব্রীহি |
নীলাম্বর | নীল অম্বর যার | বহুব্রীহি |
নীলকণ্ঠ | নীল কণ্ঠ যার | বহুব্রীহি |
চতুষ্পদী | চার পদ আছে যার | বহুব্রীহি |
চন্দ্রচূড় | চন্দ্র চূড়ায় যার | বহুব্রীহি |
শৌখিন | শখ আছে যার | বহুব্রীহি |
জয়ন্তী | জন্মতিথি উপলক্ষ্যে অনুষ্ঠান | বহুব্রীহি |
তিমিরকুন্তলা | তিমিরের ন্যায় কুন্তল যার (স্ত্রী) | বহুব্রীহি |
তেপায়া | তিন পায়া যার | বহুব্রীহি |
দশানন | দশ অনন যার | বহুব্রীহি |
নিরর্থক | নেই অর্থ যার | নঞর্থক বহুব্রীহি |
দোভাষী | দুই ভাষা জানেন যে | বহুব্রীহি |
নদীমাতৃক | নদী মাতা যার | বহুব্রীহি |
সতীর্থ | সমান তীর্থ যাদের | বহুব্রীহি |
একরােখা | একদিকে রােখ যার | বহুব্রীহি |
আশীবিষ | আশীতে বিষ যার | বহুব্রীহি |
গল্পপ্রেমিক | গল্পে প্রেম আছে যার | বহুব্রীহি |
ক্ষুরধারা | ক্ষুরের ন্যায় ধারা যার | বহুব্রীহি |
কমবখত | কম বখত যে | বহুব্রীহি |
ঊর্ণনাভ | উর্ণা নাভিতে যার | বহুব্রীহি |
সশস্ত্র | শন্ত্রের সঙ্গে বর্তমান | বহুব্রীহি |
হাভাতে | ভাতের অভাব যার | বহুব্রীহি |
হতভাগ্য | হত ভাগ্য যার | বহুব্রীহি |
স্বল্পপ্রাণ | স্বল্প প্রাণ যার | বহুব্রীহি |
সুশীল | সু শীল যার | বহুব্রীহি |
সুহৃদ | সুন্দর হৃদয় যার | বহুব্রীহি |
সহোদর | সমান (একই) উদর যার | বহুব্রীহি |
ষড়ভূজ | ষট্ ভূজ যার | বহুব্রীহি |
শৌখিন | শখ আছে যার | বহুব্রীহি |
শ্বাপদ | শ্বা-এর (বন্যপ্রাণি) মতাে পদ যার | বহুব্রীহি |
কানাকানি | কানে কানে যে কথা | ব্যতিহার বহুব্রীহি |
হাসাহাসি | হাসতে হাসতে যে ক্রিয়া | ব্যতিহার বহুব্রীহি |
হাতাহাতি | হাতে হাতে যে দ্বন্দ্ব | ব্যতিহার বহুব্রীহি |
লাঠালাঠি | লাঠিতে লাঠিতে যে সংঘর্ষ | ব্যতিহার বহুব্রীহি |
রক্তারক্তি | রক্তপাত করে যে যুদ্ধ | ব্যতিহার বহুব্রীহি |
চোখাচোখি | চোখে চোখে যে কথা/ইঙ্গিত | ব্যতিহার বহুব্রীহি |
গলাগলি | গলায় গলায় যে মিলন | ব্যতিহার বহুব্রীহি |
কোলাকুলি | কোলে কোলে যে মিলন | ব্যতিহার বহুব্রীহি |
অনৈক্য | নেই ঐক্য যার | নঞ বহুব্রীহি |
বেওয়ারিশ | নেই ওয়ারিশ যার | নঞ বহুব্রীহি |
বেতার | নেই তার যাতে | নঞ বহুব্রীহি |
অবিশ্বাস্য | নয় বিশ্বাসযােগ্য যা | নঞ বহুব্রীহি |
নিরর্থক | নেই অর্থ যাতে | নঞ বহুব্রীহি |
নিরাশ্রয় | নেই আশ্রয় যার | নঞ বহুব্রীহি |
বেহায়া | নেই হায়া যার | নঞ বহুব্রীহি |
গায়ে-হলুদ | গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে | অলুক বহুব্রীহি |
মুখেভাত | মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে | অলুক বহুব্রীহি |
হাতেখড়ি | হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে | অলুক বহুব্রীহি |
পায়েবেড়ি | পায়ে বেড়ি আছে যার | অলুক বহুব্রীহি |
সহৃদয় | হৃদয়ের সাথে বর্তমান | বহুব্রীহি |
সদর্প | দর্পের সঙ্গে বর্তমান | বহুব্রীহি |
ক্রীতদাস | ক্রীত যে দাস | কর্মধারয় |
অলসতন্দ্রা | অলস যে তন্দ্রা | কর্মধারয় |
আঁটসাট | যা আঁট তাই সাট | কর্মধারয় |
ইগলপাখি | ইগল নামের পাখি | কর্মধারয় |
কদাকার | কু যে আকার | কর্মধারয় |
গণ্যমান্য | যিনি গণ্য তিনি মান্য | কর্মধারয় |
গিন্নিমা | যিনি গিন্নি তিনি মা | কর্মধারয় |
নবপৃথিবী | নব যে পৃথিবী | কর্মধারয় |
নবযৌবন | নব যে যৌবন | কর্মধারয় |
নীলপদ্ম | নীল যে পদ্ম | কর্মধারয় |
প্রাণচঞ্চল | চঞ্চল যে প্রাণ | কর্মধারয় |
বেগুনভাজা | ভাজা যে বেগুন | কর্মধারয় |
মহাকবি | মহান যে কবি | কর্মধারয় |
মহাজন | মহান যে জন | কর্মধারয় |
মহাপৃথিবী | মহা যে পৃথিবী | কর্মধারয় |
মিঠাকড়া | যা মিঠা তাই কড়া | কর্মধারয় |
মৃদুমন্দ | যা মৃদু তাই মন্দ | কর্মধারয় |
লালগােলাপ | লাল যে গােলাপ | কর্মধারয় |
শিক্ষামন্ত্রী | শিক্ষা বিষয়ক মন্ত্রী | মধ্যপদলােপী কর্মধারয় |
গােলাপফুল | গোলাপ নামের যে ফুল । | মধ্যপদলােপী কর্মধারয় |
উর্ণাজাল | উর্ণা নির্মিত জাল | মধ্যপদলােপী কর্মধারয় |
খেয়াঘাট | খেয়া পারাপারের ঘাট | মধ্যপদলােপী কর্মধারয় |
গণতন্ত্র | গণ নিয়ন্ত্রিত তন্ত্র | মধ্যপদলােপী কর্মধারয় |
আয়কর | আয়ের ওপর কর | মধ্যপদলােপী কর্মধারয় |
জয়পতাকা | জয়সূচক | মধ্যপদলােপী কর্মধারয় |
জীবনবিমা | জীবন হানির আশঙ্কায় যে বিমা / জীবন-আশঙ্কায় বিমা | মধ্যপদলােপী কর্মধারয় |
জয়মুকুট | জয়সূচক মুকুট | মধ্যপদলােপী কর্মধারয় |
জ্যোৎস্নারাত | জ্যোৎস্না বিধৌত রাত | মধ্যপদলােপী কর্মধারয় |
ডাকবার্তা | ডাক প্রেরিত বার্তা | মধ্যপদলােপী কর্মধারয় |
দুধ-ভাত | দুধ মিশ্রিত ভাত | মধ্যপদলােপী কর্মধারয় |
ধর্মঘট | ধর্ম রক্ষার্থে ঘট | মধ্যপদলােপী কর্মধারয় |
পলান্ন | পল (মাংস) মিশ্রিত অন্ন | মধ্যপদলােপী কর্মধারয় |
পানাপুকুর | পানাভর্তি পুকুর | মধ্যপদলােপী কর্মধারয় |
প্রাণভয় | প্রাণ হারানাের ভয় | মধ্যপদলােপী কর্মধারয় |
ফৌজদারি-আদালত | ফৌজদারি বিষয়ক যে আদালত | মধ্যপদলােপী কর্মধারয় |
ধর্মকর্ম | ধর্ম বিহিত কর্ম | মধ্যপদলােপী কর্মধারয় |
ধর্মকার্য | ধর্ম বিহিত কার্য | মধ্যপদলােপী কর্মধারয় |
ডাকবার্তা | ডাকের মাধ্যমে প্রেরিত বার্তা | মধ্যপদলােপী কর্মধারয় |
বরযাত্রী | বর অনুগত যাত্রী | মধ্যপদলােপী কর্মধারয় |
বিরানব্বই | বি (দ্বি) অধিক নব্বই | মধ্যপদলােপী কর্মধারয় |
মমতারস | মমতা মিশ্রিত রস। | মধ্যপদলােপী কর্মধারয় |
মৌমাছি | মৌ (মধু) আশ্রিত মাছি | মধ্যপদলােপী কর্মধারয় |
হাঁটুজল | হাঁটু পরিমাণ জল | মধ্যপদলােপী কর্মধারয় |
সন্ধ্যাপ্রদীপ | সন্ধ্যা বেলায় জ্বালাননা প্রদীপ | মধ্যপদলােপী কর্মধারয় |
সংবাদপত্র | সংবাদ যুক্ত পত্র | মধ্যপদলােপী কর্মধারয় |
সিংহাসন | সিংহ চিহ্নিত আসন | মধ্যপদলােপী কর্মধারয় |
ষড়যন্ত্র | ষড়ু বিধ যন্ত্র | মধ্যপদলােপী কর্মধারয় |
কচুকাটা | কচুর মতাে কাটা | উপমান কর্মধারয় |
কাজলকালাে | কাজলের ন্যায় কালাে | উপমান কর্মধারয় |
কুসুমকোমল | কুসুমের ন্যায় কোমল | উপমান কর্মধারয় |
তুষারশীতল | তুষারের ন্যায় শীতল | উপমান কর্মধারয় |
তুষারধবল | তুষারের ন্যায় ধবল( সাদা) | উপমান কর্মধারয় |
মিশকালাে | মিশির (কালো) মত/ ন্যায় কালাে | উপমান কর্মধারয় |
ভিখারি দশা | ভিখারির ন্যায় দশা | উপমান কর্মধারয় |
বস্তুকণ্ঠ | বজ্বের ন্যায় কণ্ঠ | উপমান কর্মধারয় |
বদ্ধকঠোর | বজ্রের ন্যায় কঠোর | উপমান কর্মধারয় |
শশব্যস্ত | শশের (খরগোশ) ন্যায় ব্যস্ত | উপমান কর্মধারয় |
করপল্লব | কর পল্লবের ন্যায় | উপমিত কর্মধারয় |
ওলকপি | ওল কপির ন্যায় | উপমিত কর্মধারয় |
চরণকমল | চরণ কমলের ন্যায় | উপমিত কর্মধারয় |
চাঁদমুখ | মুখ চাঁদের ন্যায় | উপমিত কর্মধারয় |
বাহুলতা | বাহু লতার ন্যায় | উপমিত কর্মধারয় |
বীরকেশরী | বীর কেশরীর ন্যায় | উপমিত কর্মধারয় |
ব-দ্বীপ | ব-এর মতাে দ্বীপ | উপমিত কর্মধারয় |
মুখচন্দ্র | মুখ চন্দ্রের ন্যায় | উপমিত কর্মধারয় |
ফুলকুমারী | কুমারী ফুলের ন্যায় | উপমিত কর্মধারয় |
রক্তকমল | কমল রক্তের ন্যায় | উপমিত কর্মধারয় |
কালসিন্ধু | কাল রূপ সিন্ধু | রূপক কর্মধারয় |
ক্ষুধানল | ক্ষুধা রূপ অনল | রূপক কর্মধারয় |
জীবনবারি | জীবন রূপ বারি | রূপক কর্মধারয় |
জীবননদী | জীবন রূপ নদী | রূপক কর্মধারয় |
দিলদরিয়া | দিল রূপ দরিয়া | রূপক কর্মধারয় |
দেহলতা | দেহ রূপ লতা | রূপক কর্মধারয় |
পরানপাখি | পরান রূপ পাখি | রূপক কর্মধারয় |
প্রাণপাখি | প্রাণ রূপ পাখি | রূপক কর্মধারয় |
প্রাণভােমরা | প্রাণ রূপ ভােমরা | রূপক কর্মধারয় |
বিষাদসিন্ধু | বিষাদ রূপ সিন্ধু | রূপক কর্মধারয় |
ভবনদী | ভব রূপ নদী | রূপক কর্মধারয় |
মনবিহঙ্গ | মন রূপ বিহঙ্গা | রূপক কর্মধারয় |
মনমাঝি। | মন রূপ মাঝি | রূপক কর্মধারয় |
মােহনিদ্রা | মােহ রূপ নিদ্রা | রূপক কর্মধারয় |
যৌবনসূর্য | যৌবন রূপ সূর্য | রূপক কর্মধারয় |
খড়মপা | খড়ম রূপ পা | রূপক কর্মধারয় |
তেপান্তর | তে (তিন) প্রান্তরের (পান্তরের) সমাহার | দ্বিগু সমাস |
চতুর্দশপদী | চতুর্দশ পদের সমাহার | দ্বিগু সমাস |
নবরত্ব | নব রত্নের সমাহার | দ্বিগু সমাস |
ত্রিলােক | ত্রি (তিন) লােকের সমাহার | দ্বিগু সমাস |
ত্রিফলা | ত্রি (তিন) ফলের সমাহার | দ্বিগু সমাস |
তেপায়া | তে (তিন) পায়ার সমাহার | দ্বিগু সমাস |
তেমাথা | তে (তিন) মাথার সমাহার | দ্বিগু সমাস |
তেরােনদী | তেরাে নদীর সমাহার | দ্বিগু সমাস |
পঞ্চবটী | পঞ্চ বটের সমাহার | দ্বিগু সমাস |
সপ্তর্ষি | সন্ত ঋষির সমাহার | দ্বিগু সমাস |
পঁসুরি | পাঁচ সেরের সমাহার | দ্বিগু সমাস |
শতাব্দী | শত অব্দের সমাহার | দ্বিগু সমাস |
সপ্তাহ | সপ্ত অহের সমাহার | দ্বিগু সমাস |
সপ্তডিঙ্গা | সপ্ত ডিঙ্গার সমাহার | দ্বিগু সমাস |
অতিমাত্র | মাত্রাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব |
অতীন্দ্রিয় | ইন্দ্রিয়কে অতিক্রম করে | অব্যয়ীভাব |
অনুগমন | গমনের পশ্চাৎ/পশ্চাৎ গমন | অব্যয়ীভাব |
অনুরূপ | রূপের যােগ্য | অব্যয়ীভাব |
অমিল | মিলের অভাব | অব্যয়ীভাব |
আকর্ণ | কর্ণ পর্যন্ত | অব্যয়ীভাব |
আকণ্ঠ | কণ্ঠ পর্যন্ত। | অব্যয়ীভাব |
আজীবন | জীবন পর্যন্ত | অব্যয়ীভাব |
আমরণ | মরণ পর্যন্ত | অব্যয়ীভাব |
আমূল | মূল পর্যন্ত। | অব্যয়ীভাব |
আদিগন্ত | দিগন্ত পর্যন্ত | অব্যয়ীভাব |
আপাদমস্তক | পা থেকে মাথা পর্যন্ত | অব্যয়ীভাব |
আলুনি | নুনের অভাব | অব্যয়ীভাব |
আরক্তিম | ঈষৎ রক্তিম | অব্যয়ীভাব |
উপনদী | নদীর সদৃশ | অব্যয়ীভাব |
উপবন | বনের সদৃশ | অব্যয়ীভাব |
উদ্বেল | বেলাকে অতিক্রান্ত | অব্যয়ীভাব |
উপকণ্ঠ | কণ্ঠের সমীপে | অব্যয়ীভাব |
উপজেলা | জেলার ক্ষুদ্র | অব্যয়ীভাব |
অনুরণন | পশ্চাৎ রণন (আয়তনে) | অব্যয়ীভাব |
দুর্ভিক্ষ | ভিক্ষার অভাব | অব্যয়ীভাব |
নির্বিঘ্ন | বিঘ্নের অভাব | অব্যয়ীভাব |
প্রতিচ্ছবি | ছবির সদৃশ | অব্যয়ীভাব |
প্রপিতামহ | পিতামহের পূর্ববর্তী | অব্যয়ীভাব |
প্রতিক্ষণ | ক্ষণে ক্ষণে | অব্যয়ীভাব |
প্রতিদান | দানের বিপরীত | অব্যয়ীভাব |
বিশ্রী | শ্রীর অভাব | অব্যয়ীভাব |
যথারীতি | রীতিকে অতিক্রম না করে | অব্যয়ীভাব |
যথাবিধি | বিধিকে অতিক্রম না করে। | অব্যয়ীভাব |
যথেষ্ট | ইষ্টকে (বাঞ্ছিত) অতিক্রম না করে | অব্যয়ীভাব |
যথাসাধ্য | সাধ্যকে অতিক্রম না করে | অব্যয়ীভাব |
হররােজ | রােজ রােজ | অব্যয়ীভাব |
হাভাত | ভাতের অভাব | অব্যয়ীভাব |
উচ্ছ্বাস | শ্বাসকে অতিক্রান্ত | অব্যয়ীভাব |
কালান্তর | অন্য কাল | নিত্য সমাস |
যুগান্তর | অন্য যুগ | নিত্য সমাস |
গৃহান্তর | অন্য গৃহ | নিত্য সমাস |
গ্রামান্তর | অন্য গ্রাম | নিত্য সমাস |
বাক্যান্তর | অন্য বাক্য | নিত্য সমাস |
তন্মাত্র | কেবল তা | নিত্য সমাস |
দেশান্তর | অন্য দেশ | নিত্য সমাস |
দ্বীপান্তর | অন্য দ্বীপ | নিত্য সমাস |
মতান্তর | অন্য মত | নিত্য সমাস |
মাথাপিছু | প্রতি মাথা | নিত্য সমাস |
প্রগতি | প্র (প্রকৃষ্ট) গতি | প্রাদি সমাস |
প্রভাত | প্র (প্রকৃষ্ট) ভাত | প্রাদি সমাস |
প্রভাব | প্র (প্রকৃষ্ট) ভাব | প্রাদি সমাস |
প্রবচন | প্র (প্রকৃষ্ট) যে বচন | প্রাদি সমাস |
প্রবাদ | প্র (প্রকৃষ্ট) বাদ | প্রাদি সমাস |
প্রশান্তি | প্র (প্রকৃষ্ট) শান্তি | প্রাদি সমাস |
Yes
চক্রপানি শব্দের সমাস কী হইবে?
চক্র পাণিতে যার= চক্রপাণি (ব্যধিকরণ বহুব্রীহি সমাস)