প্রাদি সমাস কাকে বলে? আলোচনা কর।

Spread the love

প্রাদি সমাস কাকে বলে? আলোচনা কর।

উত্তর- প্র ,প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সঙ্গে বা উপসর্গের সঙ্গে যদি কৃদন্ত পদ বা নামপদের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে।

যেমন- প্র (প্রকৃষ্টরূপে) ভাত ( আলো)= প্রভাত
পরি (চর্তুদিক) যে ভ্রমণ= পরিভ্রমণ
প্র (প্রকৃষ্ট) যে বচন =প্রবচন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top