নিত্য সমাস কাকে বলে? আলোচনা কর।

Spread the love

নিত্য সমাস কাকে বলে? আলোচনা কর।

উত্তর- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য বা সর্বদা সমাসবদ্ধ থাকে , ব্যসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্য সমাস বলে।

ব্যাসবাক্যে অন্য বা কেবল শব্দ বসবে

যেমন- কেবল নাম= নামমাত্র
কেবল দর্শন= দর্শনমাত্র
অন্য গ্রাম= গ্রামান্তর
অন্য দেশ =দেশান্তর।

5 thoughts on “নিত্য সমাস কাকে বলে? আলোচনা কর।”

  1. ব্যাস বাক্যে যদি অন্য বা কেবল শব্দ বসে , তাহলে “আমরা “কোন সমাস?

  2. ব্যাসবাক্যে যদি অন্য বা কেবল শব্দ বসে , তাহলে “আমরা “কোন সমাস?

  3. ব্যাসবাক্যে যদি অন্য বা কেবল শব্দ বসে ,তাহলে “আমরা “কোন সমাস?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top