সমাজবিজ্ঞান পরিচিতি সাজেসন্স

Spread the love

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা – ২০২১ ( অনুষ্ঠিত হবে ২০২২)
বাংলা সাজেসন্স
বিষয়- সমাজবিজ্ঞান পরিচিতি
বিষয় কোড- ২১২০০৯

রচনামূলক প্রশ্ন-

১. সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

২.সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর।

৩. উন্নয়নশীল সমাজে অতি নগরায়নের প্রভাব আলোচনা কর। 

৪. লিঙ্গ বৈষম্য কি? লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রসমূহ আলোচনা কর।

৫. অপরাধ সম্পর্কে সাদারল্যান্ডের তত্ত্বটি আলোচনা কর।

৬. বিচ্যুতি সম্পর্কিত মার্টন এর মতবাদ আলোচনা কর।

৭. বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ড এর মতবাদ আলোচনা কর।

৮. পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৯.  সামাজিক অসমতার উপাদানসমূহ আলোচনা কর।

১০. জেন্ডার এর (লিঙ্গের ভিত্তিতে) ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব আলোচনা কর।

১১. শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যা গুলি আলোচনা কর।

১২. প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝ? বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ সমূহ বর্ণনা কর।

১৩. সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহ আলোচনা কর।

১৪. এইডস কী ? এইডস প্রতিরোধের উপায় সমূহ আলোচনা কর।

১৫. বন শূন্যতার কারণসমূহ ব্যাখ্যা কর।

১৬. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ সমূহ আলোচনা কর।

১৭. বাংলাদেশের বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা আলোচনা কর। 

১৮. সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।

১৯. অগবার্ন প্রদত্ত সংস্কৃতিক অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা কর।

 

সংক্ষিপ্ত প্রশ্ন-

১. সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।

২. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।

৩. সংস্কৃতি ও সভ্যতার চারটি পার্থক্য নির্দেশ কর।

৪. দৃষ্টবাদ কী? আলোচনা কর।

৫. কর্তৃত্ব কী?                                                            ৬. হেজিমনি কী ?

৭. নারীর ক্ষমতায়ন কী ?

৮. বয়সের ভিত্তিতে সামাজিক অসমতা সম্পর্কে আলোচনা কর।

৯. শিল্প সমাজ কী ?

১০. এসটিডি কী? কীভাবে প্রতিরোধ করা যায়?

১১. আদর্শ নমুনা কী ?                                                   ১২. মূল্যবোধ বলতে কী বোঝো?

১৩. নগরায়নের নেতিবাচক দিক লেখ।

১৪. লোকগীতি ও লোকাচারের মধ্যে পার্থক্য কী?

১৫. ভদ্রবেশী অপরাধ বলতে কী বোঝ?

১৬. শ্রেণি ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য আলোচনা কর।

১৭. সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও।

১৮. বাংলাদেশের স্বাস্থ্যহীনতার পাঁচটি কারণ সংক্ষেপে লেখ।       ১৯. জেন্ডার কী?

২০.অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য আলোচনা কর।

২১.সামাজিক সমস্যা বলতে কী বুঝায়।                                 ২২.শাস্তি কী?

২৩.সংস্কৃতির উপাদান গুলো কী কী?    

২৪.নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা সংক্ষেপে লেখ।

২৫.মহানগরে বৃদ্ধির পাঁচটি কারণ লেখ ।

২৬.অতি নগরায়ন কী?                                 

২৭.আধিপত্য কাকে বলে? 






 

DOWNLOAD

 

DOWNLOAD

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top