জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

Spread the love

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

 

মূলভাব: জ্ঞান মানুষের সঞ্জিবনী শক্তি। এ শক্তির বলে বলীয়ান মানুষ নিজের এবং সমাজের কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। কিন্তু জ্ঞান চর্চা বা অর্জনের সুযোগ যেখানে নেই সেখানে বুদ্ধির বিকাশ অসম্ভব হয়ে পড়ে, ফলে রুদ্ধ হয়ে যায় মুক্তির পথ।

ভাবসম্প্রসারণ : মানুষ চায় তার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে বিশ্বের সব ক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে। কিন্তু জ্ঞান অর্জন ও তার প্রয়ােগ যদি সীমাবদ্ধ পরিসরে হয়, কিংবা জ্ঞান অর্জন যদি বাধাগ্রস্ত হয়, অথবা মেধা বিকাশের সুযােগ যদি সৃষ্টি না হয় তবে মানুষ হয়ে পড়ে ভাগ্যের হাতের ক্রীড়ানক। কাজেই জ্ঞান মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। এ সম্পদের কোনাে বিনাশ নেই। এ সম্পদ মানুষকে বুদ্ধির গভীরে প্রবেশের পথ খুলে দেয় এবং তখন মানুষ অতি সহজেই তার মুক্তির পথ খুঁজে নিতে পারে। বলা হয়, জ্ঞানহীন মানুষ পশুর সমান। পশুর সাথে মানুষের পার্থক্যহলাে মানুষের বুদ্ধি ও বিবেক আছে আর পশুর বুদ্ধি ও বিবেক নেই।  জ্ঞানহীন মানুষের বুদ্ধিবৃত্তিগুলাে বিকশিত হয় না আর হয় না বলেই সে আপনার ভালাে-মন্দ, ন্যায়-অন্যায় সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে না। জ্ঞান আর বুদ্ধির এ সীমাবদ্ধতাহেতু তাকে প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির মােকাবেলা করতে হয়। অনেক দেখা যায়, জ্ঞানবান ব্যক্তি তার যুক্তির নিরিখে অনেক কঠিন বিষয়কেও নিজের জন্য এবং অপরের জন্য সহজ ধরে তুলতে পারে। এ কথাটি ব্যক্তির জীবনে যেমন সত্য, তেমনি জাতির জীবনেও সত্য। কোনজাতির লােকেরা যদি জ্ঞানের চর্চা না করে তাহলে সে জাতি কোনাে দিন উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত তত বেশি উন্নত। জাতীয় জীবনে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ না পেলে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটানোত সীমিত হয়ে আসে। তখন অনেক মেধার অপচয় হয়। কোনােজাতি যখন মেধার এ অপচয় রােধ করে জ্ঞানের ঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে, তখন সে জাতির মুক্তি ও উন্নতি নিশ্চিত। অন্যথায় তাদের পিছিয়ে পা কোনাে পথ নেই। তাছাড়া পৃথিবীর উন্নত দেশগুলাের দিকে তাকালেও আমরা এর সত্যতা দেখতে পাই। তাই মুক্তি ও অগ্রগতির পূর্বশর্ত জনগণের বুদ্ধিবৃত্তিক বিকাশ। এর জন্য জ্ঞানের চর্চা ও গুণীর কদর। যত ব্যাপক হবে জাতীয় মুক্তি ও অগ্রগতিও ততই ত্বরান্বিত হবে। কেননা জ্ঞান না থাকলে বুদ্ধি আসে না আর বুদ্ধি ছাড়া মুক্তি পারে না। 

মন্তব্য: নির্বোধ জাতি কখনাে স্বাধীনতার স্বাদ পায় না, পরাধীনতার অন্ধকার প্রকোষ্ঠেই কাটে তাদের এইসব দিনরাত্রি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top