নিত্য সমাস কাকে বলে? আলোচনা কর।
উত্তর- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য বা সর্বদা সমাসবদ্ধ থাকে , ব্যসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্য সমাস বলে।
ব্যাসবাক্যে অন্য বা কেবল শব্দ বসবে
যেমন- কেবল নাম= নামমাত্র
কেবল দর্শন= দর্শনমাত্র
অন্য গ্রাম= গ্রামান্তর
অন্য দেশ =দেশান্তর।