অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস -১ সাজেশন্স- ২০২২

Spread the love

অনার্স দ্বিতীয় বর্ষ ( বাংলা সাহিত্যের ইতিহাস -১) সাজেশন্স- ২০২

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা – ২০২২ ( অনুষ্ঠিত হবে ২০২৪)
বাংলা সাজেশন
বিষয়- বাংলা সাহিত্যের ইতিহাস -১
বিষয় কোড- ২২১০০১

 সংক্ষিপ্ত প্রশ্ন : 

১. চর্যাপদ কী? আলােচনা কর।

২. চর্যাপদ নামকরণের কাহিনি আলােচনা কর। 

৩. চর্যাপদের আবিষ্কার কাহিনি লেখ। 

৪. চর্যাপদের প্রবাদ প্রবচন সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা কর। 

৫. সন্ধ্যাভাষা সম্পর্কে লিখ। 

৬. চর্যাপদের সমাজচিত্র সম্পর্কে লেখ।

৭. ধাঁধা সম্পর্কে উদাহরণসহ লেখ।

৮. নিরঞ্জনের রুষ্মা কী?

৯. ব্রজবুলি বলতে কী বোঝ? 

১০. বৈষ্ণব পদাবলীর কবিদের নাম লিখ।

১১. বৈষ্ণব পদাবলী সীমিত অর্থে গীতিকবিতা- ব্যাখ্যা কর।

১২. চৈতন্যচরিতামৃত কী? বুঝিয়ে লেখ। 

১৩. চন্ডীদাস সমস্যা তুলে ধর। 

১৪. বিদ্যাসুন্দর কাব্যের পরিচয় দাও। 

১৫. জীবনী সাহিত্য কী? তার পরিচয় দাও।

১৬. অন্ধকার যুগ কী? 

১৭. চৈতন্য যুগ কী? তার বৈশিষ্ট্য লেখ। 

১৮. নাথ সাহিত্যের পরিচয় দাও। 

১৯. বটতলার পুঁথি বা দোভাষী পুঁথি সাহিত্য বলতে কী বােঝ ? 

২০. মুকুন্দরামকে দুঃখবাদী কবি বলা হয় কেনো? 

২১. মঙ্গলকাব্যের কবিদের পরিচয় দাও।

২২.মঙ্গলকাব্যের জনপ্রিয়তার কারণ কী?

২৩. ভারতচন্দ্রকে কেনো নাগরিক কবি বলা হয়?

২৪. ধাঁধাঁ সম্পর্কে সংক্ষেপে লেখ।

২৫. শ্রীচৈতন্য সম্পর্কে লেখ। 

২৬. চৌতিশা কী?

২৭. পুঁথি সাহিত্য কী? 

২৮. রূপকথা ও উপকথা বলতে কী বোঝ?                                                                                                        

২৯. মহুয়া ও দেওয়ানা মদিনা পালা সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

৩০. মধ্যযুগের অনুবাদ সাহিত্য কী? 

রচনামূলক প্রশ্ন: 

১. বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্ক পণ্ডিতদের মতামত আলোচনা কর।

২. প্রাচীন যুগের  বাংলা সাহিত্য নিদর্শন সম্পর্কে আলোচনা কর।

৩. ‘চর্যার ভাষা বাংলা, বঙ্গকামরূপী না তিব্বতি’- যুক্তিসহ বিশ্লেষণ কর।

৪.  চর্যাপদের ধর্মমত সম্বন্ধে লিখ।

৫.  চর্যাপদে বিধৃত সমাজচিত্র তুলে ধর।

৬. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে অলোচনা কর। 

৭. মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব আলােচনা কর। 

৮. মঙ্গলকাব্যের উদ্ভব ও ক্রমবিকাশ অঅলোচনা পূর্বক চন্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিদের কাব্যকীতির পরিচয় দাও। 

৯. বাংলা সাহিত্যের চণ্ডিদাস সমস্যা আলোচনা কর।

১০. বৈষ্ণব পদাবলীর প্রধান কবিদের অবদান আলোচনা কর। 

১১.মঙ্গলকাব্য কী? মনসা মঙ্গল ধারার কবিদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।

১২. বাংলা সাহিত্য বিকাশে অনুবাদ সাহিত্যের ভূমিকা আলোচনা কর।

১৩. সুলতানি আমলে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের যে শ্রীবৃদ্ধি ঘটে তা আলোচনা কর। 

১৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে নাটকীয়তার স্বরূপ তুলে ধর।

১৫. শাহ মুহাম্মদ সগীর এর জীবন ও কবি কীর্তির পরিচয় তুলে ধরো।

১৬. আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। 

১৭.আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা সম্পর্কে একটি নিবন্ধ রচনা কর।

১৮. মৈয়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্যসমূহ নির্দেশ কর।

১৯. কবিগানের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে লিখ । 

২০. বাংলা সাহিত্যে রোম্যান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারা মূল্যায়ন কর।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top