বাক্য পরিবর্তন
বাক্য পরিবর্তন
১ । আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)
জটিল : যা সত্য, তা আমায় পথ দেখাবে।
২। অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক)
যৌগিক: অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন।
৩। আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক: বাহ! আমাদের দেশ কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।
৪। এ অনুষ্ঠানে আমি উপস্থাপনা করব। (নেতিবাচক)
নেতিবাচক: এ অনুষ্ঠানে আমি উপস্থাপনা না করে পারব না।
৫। আমি এ সাক্ষী চাই না। (জটিল)
জটিল: যে সাক্ষী এ রকম, তাকে আমি চাই না।
৬। আমার কথাটি ফুরালো। (নেতিবাচক)
নেতিবাচক : আমার কথাটি চলমান রইল না। / আমার কথাটি অফুরান রইল না।
৭। আমার বুকের ভেতরটা হু হু করিয়া উঠিল। (নেতিবাচক)
নেতিবাচক : আমার বুকের ভেতরটা হু হু না করে পারলাে না ।
৮। আকাশে মেঘ ছিল না, কিন্তু বজ্রপাত হলাে। (সরল)
সরল : আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলাে।
৯। আমি যে গান গাই, তাহা সাম্যের গান। (সরল)।
সরল : আমি সাম্যের গান গাই।
১০। আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক)।
অস্তিবাচক : আমরা বাধা দিতে ব্যর্থ হলাম।
১১। আমার নিবাস নাই। (জটিল)
জটিল : যা নিবাস, তা আমার নাই।
১২। আজকাল কোনো জিনিসই সুলভ নয়। (অস্তিবাচক)
অস্তিবাচক : আজকাল সব জিনিসই দুর্লভ।
১৩। আর কথা বাড়ানাের প্রয়ােজন নেই। (অস্তিবাচক)
অস্তিবাচক: আর কথা বাড়ানাে নিষ্প্রয়ােজন।
১৪। আমার কেনা বইটি খুব দামি। (জটিল)
জটিল : যে বইটি আমি কিনেছি, সেটা খুব দামী।
১৫। আমাদের মানসিক দাসত্ব মোচন হয় নাই। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : আমাদের মানসিক দাসত্ব মোচন হয়েছে কি ?
১৬। আমরা নড়লাম না। (অস্তিবাচক)
অস্তিবাচক : আমরা অনড় রইলাম। / আমরা স্থির রইলাম।
১৭। আমি তোমার সফলতা কামনা করি। (প্রার্থনা)
প্রার্থনা : সৃষ্টিকর্তা তোমাকে সফল করুন।
১৮। মাত্র যে এলাে, সে একজন ছাত্র। ( সরল)
সরল : মাত্র একজন ছাত্র এলাে।
১৯। আমরা যখন বাড়ি এসেছি, তখন রাত্রি শুরু হয়েছে। (যৌগিক)
যৌগিক : আমরা বাড়ি এসেছি আর রাত্রি শুরু হয়েছে।
২০। এ গ্রামে একটি দরগাহ আছে এবং সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে। (জটিল)
জটিল : এ গ্রামে যে দরগাহ আছে, সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে।
২১। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক)
যৌগিক : আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি।
২২। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। (জটিল)
জটিল : যখন আমরা পৌছলাম, তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে।
২৩। এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)
নেতিবাচক : এ কথা অস্বীকার করা যায় না।
২৪। একেই কী বলে সভ্যতা? (নেতিবাচক)
নেতিবাচক : একে সভ্যতা বলে না।
২৫। আমি আশা ছাড়তে পারিলাম না। (অস্তিবাচক)।
অস্তিবাচক : আমি আশা ছাড়তে অপারগ।
২৬। এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়বোধক)
বিস্ময়বোধক : ছি ছি! কী লজ্জার কথা।
২৭। আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি। (সরল)
সরল : তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই।
২৮। এ দেশ বড়ই বিচিত্র। (বিস্ময়বােধক)
বিস্ময়বোধক: বাঃ! কী বিচিত্র এ দেশ।
২৯। আশেপাশে কোনো শব্দ নেই। (অস্তিবাচক)
অস্তিবাচক : আশপাশ নীরব / নিস্তব্ধ।
৩০। ওরা আগামীকাল আসবে। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : ওরা কি আগামীকাল আসবে না?
৩১। আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
অনুজ্ঞাবাচক : আইন মেনে চলো।
৩২। ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)
অস্তিবাচক : ওকে চেনাই দুষ্কর।
৩৩। ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। (জটিল)
জটিল : ইহারা যেমন রূপবতী রমণী, তেমনটি আমার অন্তঃপুরে নাই।
৩৪। ভয়ংকর ঘটনা। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক : উহ! কী ভয়ংকর ঘটনা।
৩৫। কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)
জটিল : যিনি কীর্তিমান, তাঁর মৃত্যু নেই।
৩৬। ইহারা অন্য জাতের মানুষ। (নেতিবাচক)
নেতিবাচক : আমরা যে জাতের মানুষ ইহারা তা নন।
৩৭। কেউ অন্ধের দুঃখ বুঝলো না। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : কেউ কি অন্ধের দুঃখ বুঝলো ?
৩৮। উদারতা কৃপণের ধর্ম নয়। (অস্তিবাচক)
অস্তিবাচক : কৃপণের ধর্ম অনুদারতা।
৩৯। কিন্তু বরফ গলিল না। (অস্তিবাচক)
অস্তিবাচক : কিন্তু বরফ অগলিত রহিল।
৪০। এখানে আসতেই হলো। (নেতিবাচক)
নেতিবাচক : এখানে না এসে পারলাম না।
৪১। কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে ?
৪২। কানপুরে গাড়ি আসিয়া থামিল। (যৌগিক)
যৌগিক : কানপুরে গাড়ি আসিল এবং থামিল।
৪৩। এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়। (ইতিবাচক)
ইতিবাচক : এখন খাঁটি জিনিস দুর্লভ।
৪৪। খেলা হচ্ছে জীবজগতের নিষ্পাপ কর্ম। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : খেলা কি জীবজগতের নিষ্পাপ কর্ম নয় ?
৪৫। এখনই ডাক্তার ডাকা উচিত। (অনুজ্ঞাবাচক)
অনুজ্ঞাবাচক : এখনই ডাক্তার ডাকো।
৪৬। কর্মের অনুরূপ ফল পাবে। (জটিল)
জটিল : যেমন কর্ম করবে, তেমন ফল পাবে।
৪৭। কাজটা তোমার করা উচিত। (অনুজ্ঞাবাচক)
অনুজ্ঞাবাচক : কাজটা তুমি করো।
৪৮। এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)।
বিস্ময়সূচক : ছি! কী লজ্জার কথা।
৪৯। বাংলাদেশের চির স্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)
ইচ্ছাসূচক : বাংলাদেশ চিরস্থায়ী হোক।
৫০। কাজ না করলে চলে যাও। (যৌগিক)
যৌগিক : কাজ কর নতুবা চলে যাও।
৫১। এখানে আমি বহুদিন আগে এসেছি। (নেতিবাচক)
নেতিবাচক : এখানে আমার আসা অল্প দিনের নয়।
৫২। গুণবান ব্যক্তি বিনয়ী হয়। (জটিল)
জটিল : যিনি গুণবান, তিনি বিনয়ী হন।
৫৩। এতে দোষ নেই। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : এতে দোষ কী ?
৫৪। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে। (প্রশ্নবাচক)
প্রশ্নবাচক : এবার কি আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো না?
৫৫। চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি। (জটিল)
জটিল : যদিও তার চুল পেকেছে, তবুও তার বুদ্ধি পাকেনি।
৫৬। এত সাধনা করলাম কিন্তু তোমার মন পেলাম না। (সরল)
সরল : এত সাধনা করেও তোমার মন পেলাম না।
৫৭। ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক)
যৌগিক : ছেলেটা অসুস্থ সুতরাং অনুপস্থিত।
৫৮। এটা কি মানুষের ধর্ম? (নির্দেশাত্মক)
নির্দেশাত্মক : এটা তো মানুষের ধর্ম নয়।
৫৯। ছেলেটি গরিব হলেও মেধাবী। (যৌগিক)
যৌগিক : ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
৬০। এমন দিনে তারে বলা যায়। (নেতিবাচক)।
নেতিবাচক : এমন দিনে তারে কিছু না বলে পারা যায় না।
৬১। তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। (মিশ্র)
মিশ্র : যখনই তার দর্শন পেলাম, তখনই আমরা প্রস্থান করলাম।
৬২. জীবনের জন্য বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। (অনুজ্ঞাবাচক)
অনুজ্ঞাবাচক : জীবনের জন্য বৃক্ষের দিকে তাকাও।
৬৩। তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না। (জটিল)
জটিল : যদিও তার আভাস পেতাম, তবুও তার নাগাল পেতাম না।
৬৪। জননী জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : জননী জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয় ?
৬৫। হৈম তাহার অর্থ বুঝিল না। (ইতিবাচক)
ইতিবাচক : হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইলাে ।
৬৬। জ্ঞানী বলেই তিনি বিনয়ী ছিলেন। (যৌগিক)
যৌগিক : তিনি জ্ঞানী সুতরাং বিনয়ী ছিলেন।
৬৭। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। (জটিল)
জটিল : যা তোমাকে দেওয়ার মতো, তা কিছুই আমার নেই।
৬৮। জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না?
৬৯। তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন (যৌগিক)
যৌগিক : তুমি অধম তবে আমি উত্তম হবাে না কেন ।
৭০। জীবে দয়া করা উচিত। (অনুজ্ঞাবাচক)
অনুজ্ঞাবাচক : জীবে দয়া করাে।
৭১। তিনি ধনী কিন্তু দাতা নন। (সরল)
সরল : তিনি ধনী হলেও দাতা নন।
৭২। সত্য স্বীকার না করলে শাস্তি পাবে । (যৌগিক)
যৌগিক : সত্য স্বীকার কর নতুবা শাস্তি পাবে।
৭৩। ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক : বাহ! ত্যাগের এ মহিমা কী অপূর্ব।
৭৪। তুমি যা বললে তা অসত্য। (সরল)
সরল : তুমি অসত্য বললে ।
৭৫। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (মিশ্র)
মিশ্র : যা ঠাট্টার সম্পর্ক ,তা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।
৭৬। তিনি দরিদ্র কিন্তু সৎ। ( জটিল)
জটিল : যদিও তিনি দরিদ্র, তবুও তিনি সৎ।
৭৭। তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক)
নেতিবাচক : তোমার এরূপ ব্যবহার করা উচিত হয়নি।
৭৮। তাদের ঘুম এখনো ভাঙেনি। (অস্তিবাচক)
অস্তিবাচক : তারা এখনো ঘুমিয়ে রয়েছে।
৭৯। তারা কি যাবে না কোথাও? (অস্তিবাচক)
অস্তিবাচক : তারা কোথাও যাবে।
৮০। তার নাম রেশমা। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : তার নাম কি রেশমা নয়?
৮১। তাদের গ্রামে আসা চলে না। (প্রশ্নবোধক )
প্রশ্নবোধক : তাদের গ্রামে আসা চলে কি?
৮২। তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (ইতিবাচক)
ইতিবাচক : তারা অনিয়মিত শিক্ষার্থী।
৮৩. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক : বাহ! দৃশ্যটি বড়ই সুন্দর।
৮৪। ত্যাগের এ মহিমা অপূর্ব। (বিস্ময়বোধক)
বিস্ময়বোধক : বাহ! ত্যাগের কী অপূর্ব মহিমা।
৮৫। তুমি অন্যায় করেছ। (নেতিবাচক)
নেতিবাচক : তুমি ন্যায় করনি।
৮৬। দেশপ্রেমিককে কে না ভালোবাসে? (নির্দেশক)
নির্দেশাত্মক : দেশপ্রেমিক কে সবাই ভালোবাসে ।
৮৭। তুমি ও সে একই দৈর্ঘ্যের। (নেতিবাচক)
নেতিবাচক : তুমি ও সে অসম দৈর্ঘ্যের নও।
৮৮। তাহাদের কি গ্রামে ফিরে আসা চলে ? (নেতিবাচক)
নেতিবাচক : তাহাদের গ্রামে ফিরে আসা চলে না।
৮৯। দরিদ্রের ব্যথা কেউ বোঝে না। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : দরিদ্রের ব্যথা কেউ বোঝে কি ?
৯০। দেশকে ভালোবেসে শত শহিদ জীবন উৎসর্গ করেছেন। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : দেশকে ভালোবেসে শত শহিদ কি জীবন উৎসর্গ করেননি?
৯১। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী। (জটিল)
জটিল : যে ফরিয়াদি, সে হচ্ছে প্রসন্ন গোয়ালিনী।
৯২। দুর্জনকে দূরে রাখা উচিত। (অনুজ্ঞাবাচক)
অনুজ্ঞাবাচক : দুর্জনকে দূরে রাখাে।
৯৩। বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
যৌগিক : সে বিদ্বান কিন্তু নিরহংকারী।
৯৪। ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)
অস্তিবাচক : ধনীর কন্যা তার অপছন্দ।
৯৫। ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। (সরল)
সরল : ইসলাম আমাদের ধর্ম হলেও প্রাণের ধর্ম আমাদের তারুণ্য।
৯৬। বাড়িটা তারা দখল করেছে। (নেতিবাচক)
নেতিবাচক : বাড়িটা তারা দখল না করে পারেনি।
৯৭। বিড়ালকে বুঝানাে দায় হইল। (নেতিবাচক)
নেতিবাচক : বিড়ালকে বুঝানাে সহজ হইলা না।
৯৮। বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)
অনুজ্ঞাসূচক : বিপদে অধীর হয়ো না।
৯৯. বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। (নেতিবাচক)
নেতিবাচক: বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি কঠিন হয় না।
১০০। নির্বোধকে এত বুঝিয়াে না। (জটিল)
জটিল : যারা নির্বোধ, তাদের এত বুঝিয়াে না।
১০১। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই। (অনুজ্ঞাবাচক)
অনুজ্ঞাবাচক : নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করো।
১০২। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে। (জটিল)
জটিল : যেহেতু বৃষ্টির অভাব হবে, সেহেতু ফসল নষ্ট হবে।
১০৩। পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক : উহ! পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল কতই ভয়াবহ।
১০৪। পৃথিবী চিরস্থায়ী নয়। (অস্তিবাচক)
অস্তিবাচক : পৃথিবী ক্ষণস্থায়ী।
১০৫। বেশিরভাগ লোকই বেদের অর্থ বুঝত না। (অস্তিবাচক)
অস্তিবাচক : খুব কম লোকই বেদের অর্থ বুঝত।
১০৬। পৃথিবীতে অবাস্তব বলতে কিছুই নেই। (জটিল)
জটিল : যা অবাস্তব, তা পৃথিবীতে কিছুই নেই।
১০৭। পড়াশোনা করো , নচেৎ ভবিষ্যৎ অন্ধকার। (জটিল)
জটিল: যদি পড়াশোনা না করো, তবে ভবিষ্যৎ অন্ধকার।
১০৮। বিপন্নদের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাসূচক)।
অনুজ্ঞাসূচক : বিপন্নদের সেবা করাে।
১০৯। বাঁশির সুরটি সুমধুর। (বিস্ময়বোধক)
বিস্ময়বোধক : বাহ! বাঁশির সুর কী সুমধুর।
১১০। বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। (প্রশ্নবোধক)
প্রশ্নেৰাধক : বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে কি?
১১১। ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয়। (অস্তিবাচক)
অস্তিবাচক : ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ।
১১২। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (মিশ্র)
মিশ্র: যারা ভালো ছেলে , তারা শিক্ষকের আদেশ পালন করে।
১১৩। মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণ করা উচিত। (জটিল)
জটিল : যাঁরা মুক্তিযুদ্ধে শহিদ, তাঁদের স্মরণ করা উচিত।
১১৪। যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়েও অধম। (সরল)
সরল : চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম।
১১৫। মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : মানুষটা সারারাত খেতে পাবে কি?
১১৬। মুক্ত বাতাসে খুব ভালো লাগছে। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক : বাহ! মুক্ত বাতাসে খুব ভালো লাগছে।
১১৭। যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। (সরল)
সরল : মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
১১৮। মাতৃভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক)
নেতিবাচক : মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না।
১১৯। মরতে তাে একদিন হবেই। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : মরতে কি একদিন হবে না?
১২০। যে রক্ষক, সে ভক্ষক। (যৌগিক)।
যৌগিক : সে রক্ষক আর ভক্ষক।
১২১। যা দেখলাম তা ভোলার নয়। (বিস্ময়সূচক)।
বিস্ময়সূচক : কী যে দেখলাম তা ভোলার নয়!
১২২। যতদিন জীবিত থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব। (সরল)
সরল : আজীবন এ ঋণ স্বীকার করব।
১২৩। সৎ লোক কখনো মিথ্যার সাথে আপস করে না। (জটিল)
জটিল : যে সৎ লোক, সে কখনো মিথ্যার সাথে আপস করে না।
১২৪। মেয়েটির গানের গলা খুব সুন্দর। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক : বাহ! কী সুন্দর মেয়েটির গানের গলা।
১২৫। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। (সরল)
সরল : মনে মিথ্যা থাকলেই সে মিথ্যাকে ভয় করে।
১২৬। মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে। (যৌগিক)
যৌগিক : মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে।
১২৭। যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান। (সরল)
সরল : মাংসাশী পশু অত্যন্ত বলবান।
১২৮। যারা সংস্কৃতিবান, তারা শান্তি প্রিয় হয়। (সরল)
সরল : সংস্কৃতিবানেরা শান্তিপ্রিয় হয়।
১২৯। যা বার্ধক্য, তাকে সব সময় বয়সের ফ্রেমে বাধা যায় না। (সরল)
সরল : বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাধা যায় না।
১৩০। যা বাঙালির আত্মজাগরণ, তা অভিনন্দনের দাবি রাখে। (সরল)
সরল : বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে।
১৩১। সে মরবে তবু এ কথা বলবে না। (জটিল)
জটিল: যদিও সে মরবে,তবুও সে এ কথা বলবে না।
১৩২। সরীসৃপের দেহের তাপমাত্রা অনিয়ন্ত্রিত। (নেতিবাচক)
নেতিবাচক : সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়।
১৩৩। সময় নষ্ট করা বোকামি। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : সময় নষ্ট করা কি বোকামি নয় ?
১৩৪। সত্য কথা স্বীকার কর নতুবা শাস্তি পাবে। (সরল)
সরল : সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে।
১৩৫। লোকটি অত্যন্ত দরিদ্র। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচক : আহা! লোকটি কী দরিদ্র।
১৩৬। স্বল্পপ্রাণ , স্থুলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। (নেতিবাচক)
নেতিবাচক : স্বল্পপ্রাণ, স্থুলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার অপরিপূর্ণ নয়।
১৩৭। লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়। (সরল)
সরল : লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়।
১৩৮। সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধক : সরস্বতী বর দেবেন কি?
১৩৯। সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বোধক)
বিস্ময়বোধক : আহ! সর্বদা তার মনে কী দুঃখ।
১৪০। শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। (নেতিবাচক)
নেতিবাচক : শিশুরা দূষিত পরিবেশ চায় না।
১৪১। সে কথাই এরা ভাবে। (নেতিবাচক)
নেতিবাচক : সে কথাই এরা না ভেবে পারে না।
১৪২। শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)
নেতিবাচক : শাহানার স্বাস্থ্য মন্দ নয়/ খারাপ নয়।
১৪৩। সে কিছুতেই সন্তুষ্ট নয়। (অস্তিবাচক)
অস্তিবাচক : সে সব কিছুতেই অসন্তুষ্ট।
১৪৪। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকলের কাজ করা উচিত। (অনুজ্ঞাবাচক)
অনুজ্ঞাবাচক : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সবাই কাজ করো।
১৪৫। শম্ভূনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না। ( অস্তিবাচক)
অস্তিবাচক : শম্ভূনাথ এ কথায় যোগ দেওয়া থেকে একেবারে বিরত ছিলেন।
১৪৬। সাহসীরাই সফল হয়েছে। (কার্যকারণ)
কার্যকারণ : তারা সাহসী, তাই সফল হয়েছে।
১৪৭। হৈমন্তী কোনো কথা কহিল না। (অস্তিবাচক)
অস্তিবাচক: হৈমন্তী চুপ রইলো ।
১৪৮। জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয় ? (নির্দেশাত্মক)
নির্দেশাত্মক : জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়।