এম এ ফাইনাল পরীক্ষা- ২০২১ বাংলা সাজেসন্স

Spread the love

এম এ ফাইনাল পরীক্ষা- ২০২১ বাংলা সাজেসন্স

বিষয়- ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য

বিষয় কোড- ৩১১০১৩

 রচনামূলক:

১. বাংলা কবিতায় ভাষা আন্দোলনের যে চিত্র উপস্থাপিত হয়েছে তা আলোচনা কর।

২. বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা- কবিতার মূলভাব লেখ।

৩. বাংলা সাহিত্যে একুশের প্রভাব আলোচনা কর।

৪. কবর নাটকের প্রেক্ষাপট আলোচনা কর।

৫.  একাঙ্কিক নাটক হিসেবে ‘কবর’ নাটকের শিল্প সার্থকতা বিচার কর।

৬. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে মামষ্টিক বাঙালি চেতনার বর্হিপ্রকাশ ঘটেছে- ব্যাখ্যা কর।

৭. জাহান্নম হইতে বিদায় আলোকে তৎকালীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরো।

৮. হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের শিল্প সার্থকতা বিচার কর।

৯. হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের বুড়ি চরিত্র  আলোচনা কর।

১০. একাত্তরের চিঠি গ্রন্থ অবলম্বনে মুক্তিযুদ্ধের তৎকালীন সময়ে বাস্তব চিত্র পরিলক্ষিত হয়েছে- ব্যাখ্যা কর।

১১. আব্দুল হকের ‘বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রবন্ধ’ গ্রন্থ অবলম্বনে বাঙালি জাতীয়তাবাদের স্বরূপ বিশ্লেষণ কর।

১২ ‘একাত্তরের  ডায়েরি’ অনুসারে মুক্তিযুদ্ধকালে পাক বাহিনীর বর্বরতার স্বরূপ তুলে ধরো। 

১৩. আরেক ফাল্গুন উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।

সংক্ষিপ্ত:

১. স্মৃতিস্তম্ভ কবিতার মূলভাব আলোচনা কর।

২. আমার ভাইয়ের রক্তে রাঙানো কবিতায় ভাষা শহীদদের প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তা সংক্ষেপে লেখ।

৩. ‘কোন এক মাকে’ কবিতার মূলভাব লেখ।

৪. একুশে ফেব্রুয়ারি কবিতার মূলভাব লেখ।

৫. ‘কবর’ নাটকের মুর্দাফকির চরিত্র সংক্ষেপে লেখ।

৬. কবর নাটকের হাফিজ চরিত্র সংক্ষেপে লেখ।

৭. পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের মাতব্বর চরিত্রের সংক্ষেপে বর্ণনা দাও।

৮. মাতবরের মেয়ের জীবনে কী ঘটেছিল? সংক্ষেপে লেখ।

৯. কোন দেশকে জাহান্নম বলা হয়েছে এবং কেন?

১০. জাহান্নাম হইতে বিদায় উপন্যাসের আলোকে উকিল রেজা আলী শহরে মিলিটারিদের যে তান্ডব দেখেছিল তার বর্ণনা দাও।

১১. হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের অখিল বাউলের ভূমিকা আলোচনা কর।

১২. প্রাবন্ধিক আব্দুল হক কিভাবে প্রমাণ করেছেন পূর্ব পাকিস্তান-ই বাংলাদেশ?

১ ৩. আরেক ফাল্গুন উপন্যাসে কোন ফাগুনের কথা বলা হয়েছে সংক্ষেপে লেখ।

১৪.  ৭১ এর চিঠি কিভাবে ছাপানো হয়েছে সংক্ষেপে লেখ।

১৫. একাত্তরের ডায়েরীতে উল্লেখিত ৭ মার্চের ভাষণের যে বর্ণনা পাওয়া যায় তা লেখ।

১৬. একাত্তরের ডায়েরী অবলম্বনে ২৬শে মার্চ ১৯৭১ ঢাকা শহরের বর্ণনা দাও। 

১৭. বুড়ি নিজের সন্তান রইসকে কেন মিলিটারিদের হাতে তুলে দিল?

১৮. কবর নাটক রচনার প্রেক্ষাপট বর্ণনা কর। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top